শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২০, ০৩:১১ রাত
আপডেট : ১৯ এপ্রিল, ২০২০, ০৩:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘যদি মারা যাই, তাদের লোভের কথা সৃষ্টিকর্তাকে বলে দেব’

বিনোদন ডেস্ক : যেকোনো অন্যায়ের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে সর্বদা সরব চিত্রনায়ক ওমর সানি। করোনা পরিস্থিতির মাঝেও গার্মেন্ট চালু করার প্রতিবাদ জানিয়ে এবার স্ট্যাটাস দিলেন তিনি। যেটি এরইমধ্যে বেশ আলোচিত হয়েছে।

ওমর সানি ফেসবুকে লেখেন, ‘আমি যদি মরে যাই, গার্মেন্ট মালিকদের লোভের কথা সৃষ্টিকর্তাকে বলে দেবো। আরও অনেক বাজেভাবে বলতে পারতাম, বললাম না। দেখুন টাকা আছে, সোনাদানা আছে, বিশাল অট্টালিকা আছে, অস্ত্রভাণ্ডার আছে, ক্ষমতাও আছে, কিন্তু কিছু অদৃশ্য শক্তির সঙ্গে পারা যায় না। ভুলের খেসারত কীভাবে দেবো আমরা ঠিক জানি না।’

ফেসবুকে ৬ এপ্রিল তিনি আরও লেখেন, ‘আমেরিকা, ইতালি, স্পেন, ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম ওদের সামনে আমরা কিছুই না। ওরাই করোনাভাইরাস সামাল দিতে পারছে না। সেখানে আমাদের অবস্থান হাস্যকর। মাননীয় প্রধানমন্ত্রী আপনি আরও অনেক কঠোর হন। যদি দেশের খ্যাতনামা হাসপাতালগুলো করোনাভাইরাসের চিকিৎসা না করে, তাদের লাইসেন্স বাতিল করে দেন। মৃত্যু একদিন হবেই, চিকিৎসা পেয়ে যেন মরতে পারি। আবারও বলছি, আমরা সবাই বাসায় থাকি, নিরাপদ দূরত্ব বজায় রাখি।’

প্রসঙ্গত, গত মাসের ৮ তারিখ দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। এ পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে এ ভাইরাসে। আর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৪ জনে। সূত্র : যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়