শিরোনাম
◈ দেশের মানুষের জন্যই বিএনপির রাজনীতি: তারেক রহমান ◈ ভারত থেকে ৮ ট্রাকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক প্রবেশ করল দেশে ◈ চীনের অনুদানে যে কারণে নীলফামারীতে হবে ১০ তলা হাসপাতাল, আরও যা যা থাকছে ◈ কোথায় রাখা হবে পোস্টাল ব্যালট, গণনা কোন পদ্ধতিতে ◈ আই‌সি‌সি এমন কে‌নো, কী কার‌ণে বাংলাদেশ ভারতের বাইরে খেলতে পারবে না— প্রশ্ন অ‌স্ট্রেলিয়ান গিলেস্পির  ◈ বিশ্বকাপ বয়কট আলোচনার মধ্যে দল ঘোষণা করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ কোনো দল বা গোষ্ঠী কাউকে সিট দেওয়ার মালিক নয় : মির্জা আব্বাস  ◈ বড় দলগুলোর হেভিওয়েট নেতাদের ভূমিধস পতন হবে: সারজিস আলম ◈ নির্বাচন জামায়াত–এনসিপির অধীনে হচ্ছে, তাদের মিলেই সরকার গঠিত: জিএম কাদের ◈ শুল্ক কমানো হলেও কেন কমছে না দাম—ব্যাখ্যা দিলেন এনবিআর চেয়ারম্যান

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২০, ০৬:৪৫ সকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২০, ০৬:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে শ্রীঘই শুরু হবে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা

নোয়াখালী প্রতিনিধি: [২] জেলার আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ল্যাবে এ নমুনা পরীক্ষা হবে। এক্ষেত্রে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আরটি-পিসিআর মেশিন এর সহায়তা নিয়ে পরীক্ষা করা হবে। এতে আশার আলো দেখছেন বৃহত্তর নোয়াখালীর মানুষ।

[৩] বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা: আবুল কালাম আজাদ নমুনা পরীক্ষার প্রশাসনিক অনুদোন প্রদান করেন। ওই দিন রাতে স্বাধীনতা চিকিৎসক পরিষদ নোয়াখালী জেলা শাখার সভাপতি ও আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের কিডনি বিভাগের বিভাগীয় প্রধান ডা: ফজলে এলাহী খাঁন এ তথ্য নিশ্চিত করেছেন।

[৪] ডা: ফজলে এলাহী খাঁন এক ফেসবুক স্ট্যাটাসে বলেন, দীর্ঘ দুই সপ্তাহের ক্ষুদ্র প্রচেষ্টা অনেকটাই আলোর মুখ দেখতে যাচ্ছে নোয়াখালীবাসি।

[৫] প্রধানমন্ত্রীর নির্দেশনায় আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ল্যাবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আরটি-পিসিআর মেশিনের সহায়তা করোনাভাইরাস পরীক্ষার প্রশাসনিক অনুমোদন দেয়া হয়েছে।

[৬] এতে সহযোগিতা করার জন্য তিনি জেলা প্রশাসক, সিভিল সার্জন, স্থানীয় সংসদ সদস্য, নোবিপ্রবি’র শিক্ষক সমিতির সভাপতি, মেডিকেল কলেজের অধ্যক্ষ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদেও কেন্দ্রীয় নেতাদের ধন্যবাদ জানান।

[৭] এর আগে ৩১ মার্চ ভাইরাস পরীক্ষা চালু করতে আরটি-পিসিআর মেশিন, টেস্ট কীট ও সুরক্ষা সামগ্রী (পিপিই) সরবরাহ করতে’ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি দেয় কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আব্দুছ ছালাম।

[৮] সূত্রমতে, নোয়াখালী একটি প্রবাসী অধ্যুষিত জেলা। এ জেলার প্রায় আড়াই লাখ প্রবাসী বিভিন্ন দেশে রয়েছেন। সরকারি হিসেবে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত প্রায় ১৮ হাজার প্রবাসী দেশে এসেছেন। এর মধ্যে শুধু মার্চ মাসেই এসেছেন প্রায় ৮ হাজারের বেশি। যার বেশিরভাগই ইতালিসহ মধ্যপ্রাচ্য প্রবাসী। সম্পাদনা: ইস্রাফিল হাওলাদার

  • সর্বশেষ
  • জনপ্রিয়