শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২০, ০৬:৪৫ সকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২০, ০৬:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে শ্রীঘই শুরু হবে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা

নোয়াখালী প্রতিনিধি: [২] জেলার আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ল্যাবে এ নমুনা পরীক্ষা হবে। এক্ষেত্রে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আরটি-পিসিআর মেশিন এর সহায়তা নিয়ে পরীক্ষা করা হবে। এতে আশার আলো দেখছেন বৃহত্তর নোয়াখালীর মানুষ।

[৩] বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা: আবুল কালাম আজাদ নমুনা পরীক্ষার প্রশাসনিক অনুদোন প্রদান করেন। ওই দিন রাতে স্বাধীনতা চিকিৎসক পরিষদ নোয়াখালী জেলা শাখার সভাপতি ও আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের কিডনি বিভাগের বিভাগীয় প্রধান ডা: ফজলে এলাহী খাঁন এ তথ্য নিশ্চিত করেছেন।

[৪] ডা: ফজলে এলাহী খাঁন এক ফেসবুক স্ট্যাটাসে বলেন, দীর্ঘ দুই সপ্তাহের ক্ষুদ্র প্রচেষ্টা অনেকটাই আলোর মুখ দেখতে যাচ্ছে নোয়াখালীবাসি।

[৫] প্রধানমন্ত্রীর নির্দেশনায় আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ল্যাবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আরটি-পিসিআর মেশিনের সহায়তা করোনাভাইরাস পরীক্ষার প্রশাসনিক অনুমোদন দেয়া হয়েছে।

[৬] এতে সহযোগিতা করার জন্য তিনি জেলা প্রশাসক, সিভিল সার্জন, স্থানীয় সংসদ সদস্য, নোবিপ্রবি’র শিক্ষক সমিতির সভাপতি, মেডিকেল কলেজের অধ্যক্ষ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদেও কেন্দ্রীয় নেতাদের ধন্যবাদ জানান।

[৭] এর আগে ৩১ মার্চ ভাইরাস পরীক্ষা চালু করতে আরটি-পিসিআর মেশিন, টেস্ট কীট ও সুরক্ষা সামগ্রী (পিপিই) সরবরাহ করতে’ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি দেয় কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আব্দুছ ছালাম।

[৮] সূত্রমতে, নোয়াখালী একটি প্রবাসী অধ্যুষিত জেলা। এ জেলার প্রায় আড়াই লাখ প্রবাসী বিভিন্ন দেশে রয়েছেন। সরকারি হিসেবে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত প্রায় ১৮ হাজার প্রবাসী দেশে এসেছেন। এর মধ্যে শুধু মার্চ মাসেই এসেছেন প্রায় ৮ হাজারের বেশি। যার বেশিরভাগই ইতালিসহ মধ্যপ্রাচ্য প্রবাসী। সম্পাদনা: ইস্রাফিল হাওলাদার

  • সর্বশেষ
  • জনপ্রিয়