মাহমুদুল আলম : [২] রিক্সার টুং টাং শব্দ, রিক্সাভ্যানে সবজির পসরা, ফুটপাত জুড়ে সাধারণ মানুষের পথচলা, কেউ একা, কেউ শিশু কোলে নিয়ে, আবার কোথাও একরকম গাদাগাদি মানুষ। সবমিলে মুখে নামমাত্র একটি মাস্ক ছাড়া বোঝার উপায় নেই করোনাভাইরাস নিয়ে চলমান স্বাস্থ্য সতর্কতার বিষয়ে মানুষ আদৌ জানে কি না। রাজধানীর জুরাইন এলাকার এই চিত্র উঠে আসে একাত্তর টিভিতে সরাসরি সম্প্রচারিত সংবাদে।
[৩] বৃহস্পতিবার সম্প্রচারিত এই প্রতিবেদনে বলা হয়, করোনা সংকট মোকাবেলায় সাধারণ ছুটি ঘোষণা করে সরকার ঘরে থাকার যে আহ্বান জানিয়েছিল, তা পালন করছে না মানুষ। কারণে অকারণে ঘর থেকে বের হচ্ছে তারা। অন্য সময় বের না হলেও এখন বরং লকডাউন কী, কেমন পালন হচ্ছে ইত্যাদি দেখার জন্যেও বের হচ্ছে।
[৪] আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে বলা হয়, ঘরে থাকার আহ্বান উপেক্ষা করে যারা রাস্তায় বের হচ্ছে, তাদের বিরুদ্ধে পুলিশের কিছু করার নেই। কারণ এই বিষয়ে আইনই নেই। কিছু করতে চাইলে ভ্রাম্যমাণ আদালত করতে পারে। কিন্তু ভ্রাম্যমাণ আদালত আছেই কেবল এক-দুইটি। সম্পাদনা : রাশিদ