মাসুদ আলম : [২] কয়েকদিন আগে রংপুরের বদরগঞ্জ উপজেলার বৈরামপুর গ্রামের ওই যুবক করোনায় আক্রান্ত হয়েছে। বুধবার রাতে ওই বাড়িসহ আশেপাশের ১০টি বাড়ি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি কোয়াটার লকডাউন করেছে প্রশাসন।
[৩] রংপুরের জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ওই যুবক দীর্ঘদিন মালয়েশিয়ায় ছিলেন। দেড় মাস আগে বদরগঞ্জের বাড়িতে আসে। সেখান থেকে নারায়ণগঞ্জে গিয়ে প্রায় এক মাস অবস্থান করে আবারও বাড়িতে ফিরলে সর্দি, জ্বর, শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ দেখা দেয়। পরে নমুনা পরীক্ষার করে করোনা পজিটিভ পাওয়া যায়।