মুসা আহমেদ: [২] করোনাভাইরাসের কারণে চলতি বছরের শুরুর তিন মাসে চীনের বৈদেশিক বাণিজ্য কমেছে ৬.৪ শতাংশ। বছরের প্রান্তিকে মোট আয় হয়েছে ৬.৫৭ ট্রিলিয়ন ইউয়ান। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দেশটির শুল্ক প্রশাসন। চায়না ডেইলি
[৩] গেলো বছরের ডিসেম্বরের শেষের দিকে চীনের উহানে করোনাভাইরাসের উদ্ভব হলে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় তিন মাসে আমদানি রপ্তানি বাণিজ্যে বিঘ্ন ঘটে। মার্চে প্রাণ ফিরে আসে দেশটির আমদানি রপ্তানি বাণিজ্যে। চলতি বছরের শুরুতে ০.৮ শতাংশ কমে আয় হয় ২.৪৫ ট্রিলিয়ন ইউয়ান। রপ্তানি কমে যায় ৩.৫ শতাংশ আর আমদানি বেড়ে যায় ২.৪ শতাংশ।
[৪] শুল্ক কর্তপক্ষের তথ্য মতে, জানুয়ারি ও মার্চে দেশটির রপ্তানি ১১.৪ শতাংশ কমে দাঁড়ায় ৩.৩৩ ট্রিলিয়ন ইউয়ানে এবং আমদানি ০.৭ শতাংশ কমে দাঁড়ায় ৩.২৪ ট্রিলিয়নে।