ইসমাঈল আযহার: [৩] লকডাউনের ফলে ২০ বছরের বেশি এবং ৬৫ বছরের কম বয়সী প্রত্যেক নাগরিকের ঘরে সপ্তাহে ৫টি করে মাস্ক পৌঁছে দিচ্ছে তুরস্ক। দেশটির বাজারে নিষিদ্ধ করা হয়েছে মাস্ক বেচাকেনা। আনাদোলু এজেন্সি, ডেইলি সাবাহ, এনএইচক
[৪] রাষ্ট্রীয় এই সহায়তা পেতে দেশটির নাগরিকদের শুধু জাতীয় আইডি নম্বর ব্যবহার করে অনলাইনে আবেদন করতে হচ্ছে।
[৫] জাপানেও বিনামূল্যে মাস্ক বিতরণের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে। সরবরাহ কার্যক্রম আজ সোমবার থেকেই শুরু হতে যাচ্ছে।
[৬] দেশের প্রতিটি বাড়ির ঠিকানায় ডাকযোগে দু’টি করে কাপড়ের তৈরি মাস্ক পাঠানো হবে।জাপান সরকারের এই বিনামূল্যে মাস্ক সরবরাহ পরিকল্পনায় সরকারের মোট খরচ হবে চার হাজার ৬৬০ কোটি ইয়েন বা আনুমানিক ৪২ কোটি ৪০ হাজার মার্কিন ডলার।