শিরোনাম
◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২০, ০৪:১৭ সকাল
আপডেট : ১৩ এপ্রিল, ২০২০, ০৪:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ড্রোন উড়িয়ে ‘লকডাউন’ মনিটরিংয়ে চট্টগ্রাম কোতোয়ালি থানা

আবুল বাশার নূরু: [২] করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় মানুষকে ঘরবন্দি রাখতে তিনটি ড্রোন দিয়ে পাড়া-মহল্লা, অলি-গলি পর্যবেক্ষণ শুরু করেছে চট্টগ্রামের কোতোয়ালি থানা পুলিশ।

[৩] রোববার থেকে নগরীতে প্রথমবারের মতো ঘরবন্দি মানুষকে ড্রোন দিয়ে মনিটরিংয়ের এ কার্যক্রম কোতোয়ালি থানা শুরু করেছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানিয়েছেন, করোনাভাইরাসের সামাজিক সংক্রমণ ঠেকাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

[৪] ওসি মহসী বলেন, ‘সরকারি নির্দেশনা মেনে আমরা মানুষকে ঘরে রাখার আপ্রাণ চেষ্টা করছি। কিন্তু নানা অজুহাতে মানুষ বেরিয়ে আসছে। বিশেষ করে কাঁচাবাজারে, দোকানপাটের সামনে মানুষের জটলা ঠেকাতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। সেজন্য আমরা ড্রোন পদ্ধতি ব্যবহার শুরু করছি।

[৫] তিনি জানান, ড্রোন ক্যামেরায় বিভিন্ন এলাকার স্থিরচিত্র ও ভিডিও ধারণ করা হবে। যারা ঘরে না থেকে অহেতুক আড্ডা দিচ্ছে, ছবির মাধ্যমে তাদের শনাক্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

[৬] ওসি মহসীন আরও জানান, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যেসব ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ড্রোন ব্যবহার করে, তাদের কাছ থেকে তিনটি ড্রোন সংগ্রহ করা হয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত নগরীর এলাকা ধরে সেগুলো ওড়ানো হবে। যে এলাকায় জনসমাগম পাওয়া যাবে, সেখানে তাৎক্ষণিক অভিযান চালানো হবে।

(৭) ড্রোন দিয়ে পর্যবেক্ষণ শুরুর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিওবার্তা দিয়েছেন ওসি মহসীন। ভিডিও বার্তায় তিনি বলেন, ‘ড্রোন উড়ছে, এটি খেলা কিংবা গেমস নয়। এটি আপনাকে দেখছে, আমাদের দেখাচ্ছে। আপনারা যারা এখনো সরকারি নির্দেশ অমান্য করে রাস্তা অমান্য করে রাস্তায় অলিগলিতে অহেতুক আড্ডা দিচ্ছেন, এই সংক্রমিত রোগকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন, তাদের জন্য শুরু করেছি আইনি ব্যবস্থা। আপনারা যারা ঘরে থাকতে চাইছেন না, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে এভিডেন্স কালেকশন চলছে। এরই মধ্যে আপনাদের অনেকের ছবি ও ভিডিও আমাদের হাতে। ঘরে থাকবেন না কি জোলখানায় থাকবেন— সিদ্ধান্ত আপনার।’

সূত্র: সারাবাংলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়