ইয়াসিন আরাফাত : [২] ব্রিটেন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিব্বুর রহমান সহ তার পরিবারের সদস্যদের হত্যার দায়ে এক বরখাস্তকৃত সেনা অফিসারকে ফাঁসি দেয়া হয়েছে। ১৯৭৫ সালে বাংলাদেশের স্বাধীনতা নেতা হত্যার দায়ে দণ্ডিত একজন প্রাক্তন সেনা অফিসারকে ফাঁসি দেয়া হয়েছে।
[৩] দ্যা নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস তাদের প্রতিবেদনে বলেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার জন্য প্রাক্তন সেনা কর্মকর্তা আবদুল মাজেদের মৃত্যুদণ্ড কার্যকর করেছে বাংলাদেশ। গণহত্যার প্রায় সাড়ে ৪ দশক পরে ১৯৭৫ সালের এক সেনা অভ্যুত্থানে সে দেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল, তাতে জড়িত থাকার জন্য বাংলাদেশ প্রাক্তন সামরিক কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করেছে।
[৪] ভারতের পশ্চিমবঙ্গের অনলাইনভিত্তিক গণমাধ্যম কোলকাতা ২৪ তারদের শীর্ষ প্রতিবেদনে বলে ' বঙ্গবন্ধুর খুনিকে ফাঁসি দিল বাংলাদেশ'। অপরাধের চরম শাস্তি পেলো বঙ্গবন্ধুর খুনি। ক্যাপ্টেন (বরখাস্ত) মাজেদের ফাঁসি কার্যকর করলো বাংলাদেশ প্রশাসন। শনিবার রাত ১২ টা বেজে ১ নিনিটে ফাঁসি দেয়া হয় বঙ্গবন্ধুর খুনি আবদুল মাজেদকে।
[৫] এই সময় নামের অনলাইন ভিত্তিক গণমাধ্যম তাদের শীর্ষ প্রতিবেদনে জানায়, 'খুশির হাওয়া বাংলাদেশে, ফাঁসিতে ঝোলানো হল মুজিবের আরও এক ঘাতককে'। ফাঁসিতে ঝোলানো হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি আবদুল মাজেদকে। শনিবার রাত ১২টা ১ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে তার ফাঁসির সাজা কার্যকর হয়েছে। এখনও পর্যন্ত বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে মৃ্ত্যুদণ্ডপ্রাপ্ত ১২ জনের মধ্যে ৬ জনের সাজা কার্যকর হল। মুজিব জন্মশতবর্ষ পালন করছে বাংলাদেশ। এমন সময়ে তাঁর খুনির মৃত্যুদণ্ড কার্যকর হল।
[৬] জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে তাদের প্রতিবেদনে জানিয়েছে, 'বঙ্গবন্ধুর খুনি মাজেদের ফাঁসি কার্যকর'। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যায় সরাসরি অংশগ্রহণের দায়ে আব্দুল মাজেদের ফাঁসি হয়েছে৷ ঢাকা কেন্দ্রীয় কারাগারে রোববার প্রথম প্রহরে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়৷ হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৬ পলাতক আসামির একজন এই ক্যাপ্টেন মাজেদ।
[৭] কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরে তাদের প্রতবেদনে জানিয়েছে, জাতির পিতা মজিবুর রহমানের হত্যাকারীকে ফাঁসি দিয়েছে বাংলাদেশ'।মাজেদ প্রকাশ্যে ১৯৭৫ এর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার ঘোষণা দিয়েছিলেন। গত সপ্তাহের প্রথম দিকে তাকে গ্রেপ্তার করা হয়েছিলো। দেশটির প্রতিষ্ঠাতা পিতা শেখ মুজিবুর রহমানকে হত্যার প্রায় ৪৫ বছর পরে বাংলাদেশের কর্তৃপক্ষ এই হত্যাকারীরার মৃত্যুদন্ড কার্যকর করেছে।
[৮] ভয়েজ অব আমেরিকার অনলাইন ভার্সনের এক প্রতিবেদনে জানিয়েছে ’বঙ্গবন্ধুর খুনী আবদুল মাজেদের ফাঁসি কার্যকর’। বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী বরখাস্তকৃত ক্যাপ্টেন আবদুল মাজেদের ফাঁসি কার্যকর করা হয়েছে। রোববার রাত ১২ টার পরে ঢাকার কেন্দ্রীয় কারাগারে তার ফাঁসি কার্যকর করা হয়।
[৯] ইরানের সংবাদ মাধ্যম পার্সটুডে’তে অভিন্ন শিরোনামে বলা হয়, বাংলাদেশে স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) আবদুল মাজেদের ফাঁসি কার্যকর করা হয়েছে। ২০১৬ সালের ১০ এপ্রিল উদ্বোধন হওয়া এ কারাগারে এটাই কোনও আসামির ফাঁসি কার্যকরের প্রথম ঘটনা।