শিরোনাম
◈ তীব্র তাপদাহে স্কুল খোলার সিদ্ধান্ত গণবিরোধী: বিএনপি ◈ রোহিঙ্গা সংকট মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ-থাইল্যান্ড: পররাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী ◈ বিএনপি দিনের আলোতে রাতের অন্ধকার দেখে: ওবায়দুল কাদের ◈ উপজেলা নির্বাচনে হার্ডলাইনে বিএনপি, ৭৩ নেতা বহিষ্কার ◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন  ◈ পাটগ্রাম সীমান্তে বিএসএফে'র গুলিতে বাংলাদেশি নিহত

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২০, ০৬:১১ সকাল
আপডেট : ১১ এপ্রিল, ২০২০, ০৬:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘এসো হে বৈশাখ’ নামে সরকারিভাবে তৈরি হচ্ছে অনুষ্ঠান, প্রচার হবে সব চ্যানেলে

মনিরুল ইসলাম : [২] বাংলা নববর্ষ ১৪২৭ আসন্ন। পহেলা বৈশাখ ১৪ এপ্রিল। এ বৈশাখকে বরণ করা হয় প্রতি বছর মহা ধুমধামে। এবার কোভিড-১৯ এর ছোবলে বৈশাখী আনন্দের সব প্রকাশ্যে আয়োজন স্থগিত করা হয়েছে।

[৩] বৈশাখী অনুষ্ঠান পালনে সর্তকতার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নির্দেশনা মেনে পালন করা হবে পহেলা বৈশাখ। জনসমাগম এড়িয়ে বাসায় পারিবারিক ভাবে ভিডিও আয়োজনে বৈশাখ পালন করা যেতে পারে সে নির্দেশনায় রয়েছে। সেই আলোকে বৈশাখের একটি কমন ভিডিও অনুষ্ঠান 'এসো হে বৈশাখ' শিরোনামে তৈরির উদ্যোগ নিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। এর নির্মাণ কাজ চলছে । কাল শেষ হবে একটি বেসরকারি চ্যানেলের স্টুডিওতে অনুষ্ঠানধারন। একটি সূত্রে জানা গেছে।

[৪] সূত্র জানায়, ৬০ মিনিটের ভিডিও অনুষ্ঠান হবে ' এসো হে বৈশাখ'। এতে বৈশাখকে বরণের গান, আবৃত্তি ও শেষ ১০ মিনিট বিগত বছরের ধারণকৃত বৈশাখের ছায়ানট, হাজার কন্ঠে বর্ষবরণ, মঙ্গল শোভা যাত্রার ফুটেজ দেখানো হবে। করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হতে, ঘরে থেকে অপ্রয়োজনে বের না হতে বিষয় নিয়েও কথা থাকবে।

[৫] সৃত্র আরও জানায়, বৈশাখী অনুষ্ঠান হলেও বৈশাখী আবহ থাকবে তবে ফেষ্টিভমুড হবে কম। দেশের মানুষ যেন ঘরে বসেও বৈশাখ উদযাপন করছে তা মাথায় রেখেই এ আয়োজন। আড়ম্বরতা থাকবে না। এ অনুষ্ঠানটি সকল চ্যানেলে এক যোগে প্রচার হবে। কখন করা হবে তা সংস্কৃতি মন্ত্রণালয় উচ্চ পর্যায়ে কথা বলে স্থির করবেন। তবে সকালের দিকেই প্রচারিত হবে বলে জানান এর সাথে নির্মাণ সংশ্লিষ্ট এক নির্মাতা।

[৬] এ অনুষ্ঠানে সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের একটি আবৃত্তি থাকবে। এ ছাড়া কোন কোন শিল্পী এতে অংশ নিচ্ছেন তা জানাতে অপরাগতা প্রকাশ করেন অনুষ্ঠান পরিচালনা সংশ্লিষ্টরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়