শিরোনাম
◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ: কুন্দের জোড়া গো‌লে  বা‌র্সেলোনার জয় ◈ দীর্ঘ সময় ধ‌রে আইপিএল দেখ‌তে একঘেয়ে লা‌গে, পাকিস্তান লিগকে ‘সেরা’ ঘোষণা ওয়া‌সিম আকরা‌মের ◈ তৃতীয়বা‌রের ম‌তো এশিয়া কাপ জেতা উ‌চিত বাংলাদেশের : কোচ নাভিদ নওয়াজ ◈ মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগ আজ—অন্তর্বর্তী সরকারে বড় পরিবর্তন! ◈ হজযাত্রীদের প্লেনের টিকিট থেকে আবগারি শুল্ক প্রত্যাহার করল এনবিআর ◈ মোহাম্মদপুরে জোড়া খুন: মা-মেয়ের সুরতহাল প্রতিবেদনে উঠে এলো লোমহর্ষক তথ্য ◈ এভারকেয়ারে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, নতুন জটিলতা নেই: চিকিৎসক ◈ জাল দলিল শনাক্তের ৯ কৌশল: জমি কেনায় প্রতারণা এড়ানোর জরুরি নির্দেশনা ◈ যুব হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার বিভাগে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন ◈ মানবাধিকারকে বিশ্বাসের একটি অংশ হিসেবে প্রচার করা উচিত: প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২০, ০১:৪৪ রাত
আপডেট : ১১ এপ্রিল, ২০২০, ০১:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পর্যটন স্পটে করোনার থাবা, কাজহীনরা পাচ্ছেন খাদ্য সহায়তা

নজরুল ইসলাম: [২] বান্দরবানের থানচি উপজেলা নির্বাহী অফিসার আরিফুল হক মৃদুল জানান, পর্যটন সেবার সঙ্গে নিয়োজিত ১২০ জন বোট চালক, ৮০ জন ট্যুরিস্ট গাইড ও ১২ জন মাহিন্দ্রা চালককে (চাঁদের গাড়ি) সরকারি খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

[৩] ১ নম্বর রেমাক্রী ইউনিয়নে ৪১৪ পরিবারকে ভিজিডি, ১৩০ জনকে করোনার খাদ্য সহায়তা, ৪৫০ জনকে জেলা পরিষদের ত্রাণ, ২০০ জনকে মন্ত্রীর ত্রাণ ও ভিজিডির তালিকার বাইরে থাকা ৭৮০ পরিবারকে খাদ্য সহায়তা এবং ২ নম্বর তিন্দু ইউনিয়নে ৪০০ জনকে ভিজিডি, ২০০ জনকে করোনার খাদ্য সহায়তা, ৪৫০ জনকে জেলা পরিষদের ত্রাণ, ২০০ জনকে মন্ত্রীর ত্রাণ ও ভিজিডির বাইওে থাকা ৮৫০ পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এসব পরিবারও পর্যটন থেকে আয় করে সংসার চালাতো।

[৪] বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান বলেন, খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে।

[৫] রাঙামাটির ডিসি একেএম মামুনুর রশিদ জানিয়েছেন, খাদ্যশস্য ও নগদ টাকা বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

[৬] সাজেক কটেজ অ্যান্ড রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুপর্ণ দেব বলেন, হাজারেরও অধিক শ্রমিক-কর্মচারী বেকার।

[৭] রাঙামাটি জেলা আবাসিক হোটেল-মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মঈনুদ্দীন সেলিম বলেন, ৪৫টি হোটেল-মোটেলের ৪৫০-৫০০ কর্মী এখন বেকার।

[৮] গত ১৯ মার্চ থেকে তিন পার্বত্য জেলার পর্যটন স্পট ও বিনোদন কেন্দ্রগুলোতে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি ও একইসঙ্গে তিন জেলার সব হোটেল-মোটেল বন্ধ রাখতে বলা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়