শিরোনাম
◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির! ◈ ৬৬ পর্যবেক্ষক সংস্থা পেল নিবন্ধন, নতুন নীতিমালায় পুরনো ৯৬টির নিবন্ধন বাতিল ◈ সরকারি দায়িত্ব শেষ, পেশাগত কাজে যুক্তরাষ্ট্রে অধ্যাপক আলী রীয়াজ: ফিরবেন কিছুদিন পর ◈ ৯ দল নিয়ে এনসিপির রাজনৈতিক জোটের সম্ভাবনা: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২০, ০১:৪৪ রাত
আপডেট : ১১ এপ্রিল, ২০২০, ০১:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পর্যটন স্পটে করোনার থাবা, কাজহীনরা পাচ্ছেন খাদ্য সহায়তা

নজরুল ইসলাম: [২] বান্দরবানের থানচি উপজেলা নির্বাহী অফিসার আরিফুল হক মৃদুল জানান, পর্যটন সেবার সঙ্গে নিয়োজিত ১২০ জন বোট চালক, ৮০ জন ট্যুরিস্ট গাইড ও ১২ জন মাহিন্দ্রা চালককে (চাঁদের গাড়ি) সরকারি খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

[৩] ১ নম্বর রেমাক্রী ইউনিয়নে ৪১৪ পরিবারকে ভিজিডি, ১৩০ জনকে করোনার খাদ্য সহায়তা, ৪৫০ জনকে জেলা পরিষদের ত্রাণ, ২০০ জনকে মন্ত্রীর ত্রাণ ও ভিজিডির তালিকার বাইরে থাকা ৭৮০ পরিবারকে খাদ্য সহায়তা এবং ২ নম্বর তিন্দু ইউনিয়নে ৪০০ জনকে ভিজিডি, ২০০ জনকে করোনার খাদ্য সহায়তা, ৪৫০ জনকে জেলা পরিষদের ত্রাণ, ২০০ জনকে মন্ত্রীর ত্রাণ ও ভিজিডির বাইওে থাকা ৮৫০ পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এসব পরিবারও পর্যটন থেকে আয় করে সংসার চালাতো।

[৪] বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান বলেন, খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে।

[৫] রাঙামাটির ডিসি একেএম মামুনুর রশিদ জানিয়েছেন, খাদ্যশস্য ও নগদ টাকা বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

[৬] সাজেক কটেজ অ্যান্ড রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুপর্ণ দেব বলেন, হাজারেরও অধিক শ্রমিক-কর্মচারী বেকার।

[৭] রাঙামাটি জেলা আবাসিক হোটেল-মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মঈনুদ্দীন সেলিম বলেন, ৪৫টি হোটেল-মোটেলের ৪৫০-৫০০ কর্মী এখন বেকার।

[৮] গত ১৯ মার্চ থেকে তিন পার্বত্য জেলার পর্যটন স্পট ও বিনোদন কেন্দ্রগুলোতে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি ও একইসঙ্গে তিন জেলার সব হোটেল-মোটেল বন্ধ রাখতে বলা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়