শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল ◈ তত্ত্বাবধায়ক সরকার প্রধানের বিষয়ে যা জানালেন শিশির মনির ◈ বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার চূড়ান্ত অনুমোদন ◈ ১৯ দিনে প্রবাসী আয় ২ বিলিয়ন ডলার ◈ ডাকসু সদস্য রাফিয়ার বাড়িতে ককটেল নিক্ষেপ, আগুন ◈ জার্মা‌নি‌কে হা‌রি‌য়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালের পথে ভারত

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২০, ০১:৪৪ রাত
আপডেট : ১১ এপ্রিল, ২০২০, ০১:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পর্যটন স্পটে করোনার থাবা, কাজহীনরা পাচ্ছেন খাদ্য সহায়তা

নজরুল ইসলাম: [২] বান্দরবানের থানচি উপজেলা নির্বাহী অফিসার আরিফুল হক মৃদুল জানান, পর্যটন সেবার সঙ্গে নিয়োজিত ১২০ জন বোট চালক, ৮০ জন ট্যুরিস্ট গাইড ও ১২ জন মাহিন্দ্রা চালককে (চাঁদের গাড়ি) সরকারি খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

[৩] ১ নম্বর রেমাক্রী ইউনিয়নে ৪১৪ পরিবারকে ভিজিডি, ১৩০ জনকে করোনার খাদ্য সহায়তা, ৪৫০ জনকে জেলা পরিষদের ত্রাণ, ২০০ জনকে মন্ত্রীর ত্রাণ ও ভিজিডির তালিকার বাইরে থাকা ৭৮০ পরিবারকে খাদ্য সহায়তা এবং ২ নম্বর তিন্দু ইউনিয়নে ৪০০ জনকে ভিজিডি, ২০০ জনকে করোনার খাদ্য সহায়তা, ৪৫০ জনকে জেলা পরিষদের ত্রাণ, ২০০ জনকে মন্ত্রীর ত্রাণ ও ভিজিডির বাইওে থাকা ৮৫০ পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এসব পরিবারও পর্যটন থেকে আয় করে সংসার চালাতো।

[৪] বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান বলেন, খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে।

[৫] রাঙামাটির ডিসি একেএম মামুনুর রশিদ জানিয়েছেন, খাদ্যশস্য ও নগদ টাকা বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

[৬] সাজেক কটেজ অ্যান্ড রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুপর্ণ দেব বলেন, হাজারেরও অধিক শ্রমিক-কর্মচারী বেকার।

[৭] রাঙামাটি জেলা আবাসিক হোটেল-মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মঈনুদ্দীন সেলিম বলেন, ৪৫টি হোটেল-মোটেলের ৪৫০-৫০০ কর্মী এখন বেকার।

[৮] গত ১৯ মার্চ থেকে তিন পার্বত্য জেলার পর্যটন স্পট ও বিনোদন কেন্দ্রগুলোতে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি ও একইসঙ্গে তিন জেলার সব হোটেল-মোটেল বন্ধ রাখতে বলা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়