শিরোনাম
◈ ভিসা নিয়ে বাংলাদেশকে বড় দুঃসংবাদ দিল অস্ট্রেলিয়া ◈ নির্বাচনী মাঠ ছাড়ছেন বিদ্রোহীরা, স্বস্তিতে বিএনপি-জোট ◈ মহাকাশ অভিযানে বড় ধাক্কা, যান্ত্রিক ত্রুটিতে ১৬ স্যাটেলাইটের নিয়ন্ত্রণ হারাল ভারত ◈ ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’—মুসাব্বির হত্যা মামলায় বিস্মিত আদালত ◈ ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের দাওয়াতে যাওয়া নিয়ে বাক-বিতন্ডা, সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত ◈ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ ◈ নির্বাচনের আগে ঘুরে দাঁড়ালো অর্থনীতি, প্রশংসিত ড. ইউনূসের নেতৃত্ব ◈ তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে ক্ষমতায় টিকে থাকার মাস্টারপ্ল্যান ছিল: তদন্ত কমিটির প্রতিবেদনে বিচারপতি শামীম ◈ বা‌র্সেলেনার কা‌ছে শি‌রোপা হারা‌নোর পর সুপার কাপকে কম গুরুত্বপূর্ণ বললেন রিয়াল মা‌দ্রিদ কোচ ◈ প্রাক-নির্বাচনী জরিপে জামায়াতের চেয়ে ১.১% এগিয়ে বিএনপি

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২০, ০১:৪৫ রাত
আপডেট : ১১ এপ্রিল, ২০২০, ০১:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ঘোড়ার সঙ্গে ঘাস চিবালেন সালমান খান

সিরাজুল ইসলাম: [২] বান্দ্রার গ্যালাক্সির বহুতল ছেড়ে তিনি পানভেল ফার্মহাউজে লকডাউনে আছেন। শুক্রবার তিনি সেখানকার ঘোড়ার সঙ্গে প্রাতঃরাশ সারেন।

[৩] ভিডিওতে দেখা যাচ্ছে, খানিকটা ঘাস নিজে মুখে দিয়ে চিবালেন সালমান খান। এরপর কিছুটা ঘাস তিনি ঘোড়ার মুখে দেন।

[৪] ইনস্টাগ্রামে এই ভিডিওটা পোস্ট করা হয়েছে। এর নীচে লেখা, ‘ভালোবাসার সঙ্গে প্রাতঃরাশ।’

[৫] এ ভিডিও নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে। একজন লিখেছেন, ঘাস চিবিয়ে শরীরকে শুদ্ধ করছ ভাইজান! আরেকজন লিখেছেন, ‘সংগ্রামের আবহে স্বাস্থ্যসম্মত প্রাতঃরাশ।’

[৬] মুম্বইতে করোনা সংক্রমণ বাড়ার সঙ্গেই বান্দ্রার বহুতল ছেড়ে পানভেল ফার্মহাউজে সপরিবারে ঘাঁটি গাড়েন সালমান খান। সেখান থেকে করেছেন একাধিক টুইট। ফাঁকা মসজিদ, কবরস্থানের ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। ঘরে থাকায় সবাইকে ধন্যবাদ জানান তিনি।

[৭] দিনকয়েক আগে তিনি ইনস্টাগ্রামে একটা ভিডিও শেয়ার করেছিলেন। তিনি বলেন, আমি তিন সপ্তাহ বাবাকে দেখেনি। কারণ উনি মুম্বাইতে আর আমরা পানভেলে। ভিডিওতে ‘ভাইজানের’ ভাগ্নে নির্বাণকেও দেখা গিয়েছে। সেই ভিডিওতে সংক্রমণ প্রসঙ্গে তিনি বলেন, ভয় পেয়েছি তাই বেঁচে গিয়েছি। সূত্র: এনডিটিভি, ইনস্টাগ্রাম

https://www.instagram.com/p/B-yf_IjlvK6/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

  • সর্বশেষ
  • জনপ্রিয়