চৌধুরী হারুন, রাঙামাটি: [২] করোনা ভাইরাস প্রতিরোধে সৃষ্ট পরিস্থিতিতে অঘোষিত লক-ডাউনের কারণে রাঙামাটি সদরের বালুখালী ইউনিয়নের বসন্ত পাংখোয়া পাড়া ও বরকল উপজেলার শুভলং ইউনিয়নের কৈতুরখিল মারমা পাড়ার লোকজন কর্মহীন হয়ে পড়েছেন। ফলে দুই গ্রামের ৮৮টি পরিববার তাদের স্বজনদের নিয়ে কষ্টের দিনযাপন করছেন। এখনো কোন ত্রাণ সহায়তার তৎপরতা দেখা যায়নি ওইসব এলাকায়।
[৩] গ্রামের লোকজনদেও সাথে কথা বলে জানা গেছে, করোনা ভাইরাস প্রতিরোধের কি কি বিষয়ে পদক্ষেপ নিলে এই সংক্রমণ থেকে রেহাই পাওয়া যাবে সে সম্পর্কে তাদের খুব একটা ধারনা নেই। করোনা ভাইরাস সম্পর্কে সচেতনামূলক লিফলেটও পৌছ দেয়া হয়নি তাদের কাছে। জেলার অন্যান্য এলাকায় কর্মহীন ও অসহায়দের মাঝে খাদ্যশস্য সহায়তা দেওয়া হলেও এই দুই গ্রামবাসী এখনো কোন সহায়তা পাননি।
[৪] বসন্ত পাংখোয় পাড়ার সাবেক ওয়ার্ড মেম্বার নিকোলাই পাংখোয়া জানান, সরকারিভাবে চার দিকে ত্রান সহায়তা দেখা গেলেও এ পাড়ায় এখনো কোন ত্রান সহায়তা দেওয়া হয়নি।
[৫] কৈতুরখিল মারমা পাড়ার বাসিন্দা বৃদ্ধ জচাই মারমা জানান করোনা ভাইরাস বিষয়ে কেউ গ্রামে এসে দিক নিদের্শনা দেয়নি। আমার রেডিও খবরের মাধ্যমে যা শুনছি তাতে কিছু সচেতনতা হচ্ছি। তবে গ্রামের অধিকাংশ মানুষ শ্রমজীবি। কাজ বন্ধ হয়ে পড়ার বিপাকে পড়েছে। মুটুসিং মার্মা জানান, তার তিন সন্তান রয়েছে। দিনমজুর করে চলে তাদের সংসার। কাজ বন্ধ হয়ে পড়ার আয় রোজগারও থেমে গেছে। ঘরে যা চাল ছিল আজ পর্যন্ত চলবে।
[৬] সুবলং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মধুমিলন চাকমা বলেন, সরকারি স্বল্প বরাদ্দে সবার মাঝে সহায়তা একসাথে দেওয়া সম্ভব হচ্ছে না। তবে বরাদ্দ প্রাপ্তি অনুযায়ী পর্যায় ক্রমে সবাইকে সহায়তা পৌছে দেওয়া হবে।
[৭] বরকল উপজেলা নির্বাহী অফিসার এস এম মনজুরুল হক বলেন, করোনা ভাইরানের কারণে সৃষ্ট পরিস্থিতির কারনে কর্মহীনদের সহায়তার জন্য প্রথম পর্যায়ের ২৩ মে: চাল বরাদ্দ পাওয়া গেছে। দ্বিতীয় পর্যায়ে ১০ মেঃটন বরাদ্দ পাওয়া গেছে। যা ইতিমধ্যে ২৩ মে.টন ইউনিয়ন পরিষদের মাধ্যমে ২ হাজার ৩শ পরিবারকে বিতরন করা হয়েছে।
[৮] তিনি আরো জানান, করোনা ভাইরানের কারণে সৃষ্ট পরিস্থিতির কারনে প্রকৃত কর্মহীন কেউ বাদ পরে তাকে তাহলে তাদের সংশ্লিষ্ট্য ওয়ার্ড সদস্য ও ইউপি চেয়ারম্যানের সাথে যোগাযোগ করার পরামশ্য দেন।
[৯] বরকল উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা জানান, সরকারি বরাদ্দ এসেছে শুনেছি। তবে কি পরিমান বরাদ্দ এসেছে জানি না। তাকে এখনো কেউ অবগত করেনি। সম্পাদনা: জেরিন আহমেদ