সুজন কৈরী: [২] বাংলাদেশ কোস্ট গার্ডের উপ-মহাপরিচালক কমডোর এম শাহজাহান বুধবার রিয়ার এডমিরাল পদে পদোন্নতি প্রাপ্ত হন।
[৩] পদোন্নতি প্রাপ্ত হয়ে রিয়ার এডমিরাল এম শাহজাহান মংলা বন্দরের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বলে বৃহস্পতিবার জানিয়েছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট এম হায়াত ইবনে সিদ্দিক।
[৪] এম শাহজাহান ১৯৮৪ সালের ২৪ জুলাই বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন এবং ১৯৮৭ সালের ১ জানুয়ারি কমিশন্ড প্রাপ্ত হন।
[৫] দীর্ঘ চাকরী জীবনে তিনি বিভিন্ন সময়ে বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন গুরত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন। তিনি গত বছরের ১১ মার্চ বাংলাদেশ কোস্ট গার্ডের উপ-মহাপরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন এবং অত্যন্ত সফলতার সঙ্গে তার দাযিত্ব পালন করছিলেন।