শিরোনাম
◈ এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি ◈ সিম বদল, বাসা বদল, চেহারা পরিবর্তন: আট মাস যেভাবে পালিয়ে ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে বিদেশিদের ভিসা প্রদানে বিশেষ নির্দেশনা জারি ◈ মানিকগঞ্জে হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, কারাগারে ২ আনসার সদস্য (ভিডিও) ◈ মৃত্যুদণ্ডাদেশের রায়ে ট্রাইব্যুনাল: শেখ হাসিনা খুব সহজেই আন্দোলনের অবসান ঘটাতে পারতেন  ◈ পুলিশকে কুপিয়ে আসামি ছিনিয়ে নিল হামলাকারীরা, আহত ৫ পুলিশ সদস্য ◈ রিকশা–ভ্যান–অটোচালকদের কষ্টের কথা শুনলেন তারেক রহমান ◈ ‘সহায়তা আসছে, বিক্ষোভ চালিয়ে যান,’ ইরানিদের উদ্দেশ্যে বললেন ট্রাম্প ◈ নির্বাচন ও গুম তদন্ত ইস্যুতে জাতিসংঘের সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনা, চাইলেন সহায়তা ◈ বুধবার ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের মূল ট্রফি

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২০, ১০:৫৪ দুপুর
আপডেট : ০৮ এপ্রিল, ২০২০, ১০:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উন্নত বিশ্বগুলোর এই হাল হলে আমাদের কী হবে?

আরিফিন শুভ : মানুষ আগে না ধর্ম আগে, ধর্মটা কার জন্য? মানুষই যদি না বাঁচে। আমি সরকারকে সাধুবাদ জানাই, দেশের এমন মুহূর্তে গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্তটি নেওয়ার জন্য। উন্নত বিশ্বগুলো যেখানে লোক সমাগম বন্ধে কঠোর অবস্থান নিয়েছে। তাছাড়া মুসলিম দেশগুলোও ইতিমধ্যে মসজিদে নামাজ আদায়ের নিষেধাজ্ঞা জারি করেছে। সেখানে আমরা কেন। করোনাভাইরাসের এ ক’দিন আপনারা সবাই নিজ নিজ ঘরে নামাজ আদায় করুন। বেশি বেশি করে আল্লাহকে ডাকেন। এই মহামারি থেকে আল্লাহ যেন আমাদের মুক্তি দেয়।

আমরা যদি নিজেরা নিজেদের ঠিক না করি, তবে কি অন্য কেউ আমাদের ঠিক করতে পারবে? করোনাভাইরাস মহামারির এই সময়ে সবাই যখন ঘরে থাকতে, বারবার হাত ধোওয়া, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, জনসমাগম এড়িয়ে চলার জন্য বলছেন, তখন আমরা করছি তার উল্টোটা।

সম্পর্কিত খবর
বিদেশ হতে নয়, আমাদের দেশের ডাক্তারই যথেষ্ট যদি একটা সিদ্ধান্তে আসা যায়!
হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মাহবুব করোনা যুদ্ধে যে পদক্ষেপ নিতে বললেন
সকাল-সন্ধ্যা কালোজিরা মধু খেয়ে করোনামুক্ত!
বিশ্ব এখন কঠিন সংকটে। বিভিন্ন সংবাদে আমরা দেখছি, উন্নত বিশ্বগুলো করোনার কারণে হিমশিম খাচ্ছে। সরকার সাধারণ জনগণকে ঠিকমতো সেবা দিতে পারছে না। উন্নত বিশ্বগুলোর এই হাল হলে আমাদের কী হবে?

আমি সবাইকে উদ্দেশ্য করতে বলতে চাই। দয়া করে আপনারা নিরাপদ থাকুন, আপনার ও আপনার পরিবারের জন্য, দেশের মানুষের জন্য। সচেতন না হলে, সামনে ভয়াল বিপাদ আসছে। এ থেকে আমি আপনি কেউই মুক্তি পাবো না। দয়া করে, ঘরে থাকুন। প্রয়োজন না হলে ঘর থেকে বের হবেন না। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন এবং সরকারের দেওয়া পরামর্শ মেনে চলুন। সরকার কিংবা আমাদের কথা না, নিজের ও পরিবারের কথা ভেবে দয়া করে সচেতন হোন।

(ফেসবুক থেকে নেওয়া )

  • সর্বশেষ
  • জনপ্রিয়