শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২০, ০৯:৪৫ সকাল
আপডেট : ০৮ এপ্রিল, ২০২০, ০৯:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রাম নগরীর প্রতিটি অলিগলিতে পুলিশি টহল জোরদার

রাজু চৌধুরী,চট্টগ্রাম: [২]  বন্দরনগরী চট্টগ্রামে সিএমপি কমিশনারের নির্দেশনা বাস্তবায়নে মঙ্গলবার থেকে নগরীর প্রতিটি থানার অলিগলিতে পুলিশি টহল আরো জোরদার করা হয়েছে৷ সন্ধ্যার পর থেকে পুলিশের সাড়াশি টহলে থানার ওসি সহ থানার সকল অফিসাররা অংশ নিচ্ছে৷ ঔষধের দোকান ছাড়া সব দোকান বন্ধের পাশাপাশি অলি গলির ভেতরে যে কোন প্রকার জটলা দেখা মাত্র একশনে নামছে পুলিশ সদস্যরা৷ কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন তার টিম নিয়ে পায়ে হেটে টহলে অংশ নেন এসময় তিনি হ্যান্ড মাইকে এলাকাবাসিকে ঘরে থাকার আহবান জানান৷ সেই সাথে তার মুঠোফোন নাম্বার উল্লেখ করে যে কোন সেবার জন্যে যোগাযোগের অনুরোধ জানান৷ প্রয়োজনীয় সামগ্রী, ওষধ ঘরে পৌছে দেয়া হবে বলে এলালাবাসিকে জানান ওসি মহসীন৷ ১৯ নং বাকলিয়া ওয়ার্ডে বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন মাইকে এলাকাবাসিকে করোনা ভাইরাস সংক্রামন থেকে বাঁচতে হাত ধোয়া সহ বিভিন্ন জনসচেতনা মূলক প্রচারনা চালাতে দেখা যায়৷ সেই সাথে বাকলিয়া বাসিকে নিজ নিজ ঘরে থাকার অনুরোধ জানান তিনি৷ এই বিষয়ে সিএমপি দক্ষিন জোনের অতিরিক্ত উপ কমিশনার আব্দুর রউফ জানান, সিএমপি কমিশনারের নির্দেশনা অনুযায়ী সন্ধ্যার পর থেকে ঔষধ ছাড়া সব ধরণের দোকান বন্ধ রাখা হয়েছে৷ দুই একটি দোকান খোলা পাওয়া গেলে সংশ্লিষ্ট থানা পুলিশ সেগুলো বন্ধ করে দিচ্ছে৷ ইতিমধ্যে বেশীরভাগ নগরবাসী সচেতন ভাবে ঘরে অবস্থান করলেও কিছু কিছু এলাকায় বা পাড়া মহল্লায় বিচ্ছিন্ন ভাবে লোকজন আড্ডা দেয়ার অভিযোগ আমরা পাচ্ছি৷ পুলিশ অভিযানে গেলে সরে যায় কিন্তু পুলিশ চলে যাওয়ার পর পুনরায় আড্ডা এবং ভিড় জমাতে থাকে। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে নগরবাসীর স্বার্থে এসব আড্ডা বন্ধে প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান এডিসি রউফ৷

  • সর্বশেষ
  • জনপ্রিয়