শিরোনাম
◈ শোডাউন-ড্রোন-পোস্টার নিষিদ্ধ: এবার ভোটের মাঠে কড়াকড়ি ◈ কোন ক্রিকেটারের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ করলেন সিলেটের সাবেক উপদেষ্টা? (ভিডিও) ◈ ধানের শীষে ভোট চেয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন তারেক রহমান (ভিডিও) ◈ আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা: কী করা যাবে, কী যাবে না ◈ হেয়ারকাট সিদ্ধান্ত থেকে সরে এলো বাংলাদেশ ব্যাংক, পাঁচ ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ◈ এক হত্যার বলি তিন পরিবার: ঝালকাঠিতে ১১ জন গুমের নেপথ্যকথা ◈ আইসিসি বোর্ড সভায় ভোটাভুটিতে মাত্র একটি ভোট পেয়েছে বাংলাদেশ ◈ সিলেট পৌঁছেছেন তারেক রহমান, এম এ জি উসমানী'র কবর জিয়ারত ◈ সারাদেশে যেসকল নেতাকর্মীকে বহিষ্কার করল বিএনপি ◈ নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ: ২০টি গ্রেডে কার বেতন কত বাড়ছে?

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২০, ০৯:৪৫ সকাল
আপডেট : ০৮ এপ্রিল, ২০২০, ০৯:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রাম নগরীর প্রতিটি অলিগলিতে পুলিশি টহল জোরদার

রাজু চৌধুরী,চট্টগ্রাম: [২]  বন্দরনগরী চট্টগ্রামে সিএমপি কমিশনারের নির্দেশনা বাস্তবায়নে মঙ্গলবার থেকে নগরীর প্রতিটি থানার অলিগলিতে পুলিশি টহল আরো জোরদার করা হয়েছে৷ সন্ধ্যার পর থেকে পুলিশের সাড়াশি টহলে থানার ওসি সহ থানার সকল অফিসাররা অংশ নিচ্ছে৷ ঔষধের দোকান ছাড়া সব দোকান বন্ধের পাশাপাশি অলি গলির ভেতরে যে কোন প্রকার জটলা দেখা মাত্র একশনে নামছে পুলিশ সদস্যরা৷ কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন তার টিম নিয়ে পায়ে হেটে টহলে অংশ নেন এসময় তিনি হ্যান্ড মাইকে এলাকাবাসিকে ঘরে থাকার আহবান জানান৷ সেই সাথে তার মুঠোফোন নাম্বার উল্লেখ করে যে কোন সেবার জন্যে যোগাযোগের অনুরোধ জানান৷ প্রয়োজনীয় সামগ্রী, ওষধ ঘরে পৌছে দেয়া হবে বলে এলালাবাসিকে জানান ওসি মহসীন৷ ১৯ নং বাকলিয়া ওয়ার্ডে বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন মাইকে এলাকাবাসিকে করোনা ভাইরাস সংক্রামন থেকে বাঁচতে হাত ধোয়া সহ বিভিন্ন জনসচেতনা মূলক প্রচারনা চালাতে দেখা যায়৷ সেই সাথে বাকলিয়া বাসিকে নিজ নিজ ঘরে থাকার অনুরোধ জানান তিনি৷ এই বিষয়ে সিএমপি দক্ষিন জোনের অতিরিক্ত উপ কমিশনার আব্দুর রউফ জানান, সিএমপি কমিশনারের নির্দেশনা অনুযায়ী সন্ধ্যার পর থেকে ঔষধ ছাড়া সব ধরণের দোকান বন্ধ রাখা হয়েছে৷ দুই একটি দোকান খোলা পাওয়া গেলে সংশ্লিষ্ট থানা পুলিশ সেগুলো বন্ধ করে দিচ্ছে৷ ইতিমধ্যে বেশীরভাগ নগরবাসী সচেতন ভাবে ঘরে অবস্থান করলেও কিছু কিছু এলাকায় বা পাড়া মহল্লায় বিচ্ছিন্ন ভাবে লোকজন আড্ডা দেয়ার অভিযোগ আমরা পাচ্ছি৷ পুলিশ অভিযানে গেলে সরে যায় কিন্তু পুলিশ চলে যাওয়ার পর পুনরায় আড্ডা এবং ভিড় জমাতে থাকে। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে নগরবাসীর স্বার্থে এসব আড্ডা বন্ধে প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান এডিসি রউফ৷

  • সর্বশেষ
  • জনপ্রিয়