শিরোনাম
◈ ৫০ বছর আগের চুক্তিতে বাংলাদেশের ট্রানজিট চায় নেপাল ◈ ‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’: প্রধানমন্ত্রী সুশীলা কার্কি ◈ কাশ্মীর সীমান্তে একাধিক পাকিস্তানি ড্রোন শনাক্ত: সর্বোচ্চ সতর্কতায় ভারতীয় বাহিনী ◈ চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ থামছেই না: বাড়ছে আতঙ্ক, ঝুঁকিতে যাত্রীরা ◈ এবার বাংলাদেশের ওপর নজরদারি বাড়াতে নতুন নৌঘাঁটি বানাচ্ছে ভারত ◈ ভিয়েতনামে ২০ বছরের মধ্যে আসিয়ানের সবচেয়ে বড় তেলের মজুত সন্ধান! ◈ কাউন্সিল হ্যা বললে ২য় বিয়েতে স্ত্রীর অনুমতি লাগবে না: হাইকোর্ট (ভিডিও) ◈ এক-দুই দিনের মধ্যে ২০-২৫ আসনে প্রার্থী ঘোষণা দেবে এনসিপি ◈ কী ঘটেছিল, কী দেখে প্রাণ নিয়ে পালিয়েছিল ডাকাতদল? যা জানাগেল (ভিডিও) ◈ স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বির হত্যা: ১৫ লাখ টাকা চুক্তিতে খুন, জড়িত তিন সহোদর

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২০, ০২:১৬ রাত
আপডেট : ০৮ এপ্রিল, ২০২০, ০২:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গণস্বাস্থ্যের ল্যাব পরিদর্শন করলেন ওষুধ প্রশাসন প্রতিনিধিদল, কিটের ক্লিনিক্যাল টেস্ট রির্পোট সন্তোষজনক হলে চূড়ান্ত বিবেচনা, বললেন মহাপরিচালক

শিমুল মাহমুদ: [২] মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান বলেন, অনুমোদনের জন্য গণস্বাস্থ্যকে তাদের কিটের ক্লিনিক্যাল টেস্ট রিপোর্ট জমা এবং তার সঙ্গে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইড লাইন অনুযায়ী ক্লিনিক্যাল রির্পোট যাচাই করা হবে।

[৩] তিনি আরো বলেন, যদি প্রথম দফায় পরিপূর্ণ সন্তোষজনক না হয় তাহলে অধিকতর তথ্য উপাত্ত চাওয়া হবে। তার জবাব পাওয়ার পর ঔষধ প্রশাসন চূড়ান্ত সিদ্ধান্ত নিবে।

[৫] এ প্রসঙ্গে গণস্বাস্থ্যের ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, কর্মরত বিজ্ঞানীদের সার্বিক কর্মকাণ্ড এবং ল্যাবরেটরির ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রতিনিধিদলটি।

[৬] তিনি বলেন, চীন থেকে রিএজেন্ট আসার পর গণস্বাস্থ্য কেন্দ্রের বিজ্ঞানীরা রোববার থেকেই কোভিড-১৯ টেস্ট পদ্ধতির স্যাম্পল তৈরির কাজ শুরু করেছেন। ড. বিজন কুমার শীলের নেতৃত্বে একদল বিজ্ঞানী দিন-রাত সেখানে কাজ করছেন।

[৭] জাফরুল্লাহ চৌধুরী বলেন, পরীক্ষা নিরীক্ষার পর নিবন্ধন হলে কিট বাণিজ্যিকভাবে উৎপাদনে যাবে গণস্বাস্থ্য। এই মুহূর্তে আমাদের ল্যাবের যে ক্ষমতা আছে, তাতে প্রতি মাসে এক লাখ স্যাম্পল তৈরি করা যাবে। অবশ্য এ জন্য প্রতি মাসে প্রয়োজন হবে ১০০ কেজি রিএজেন্ট।

[৮] করোনাভাইরাস টেস্ট পদ্ধতির স্যাম্পল দেখতে মঙ্গলবার দুপুরে সাভার গণস্বাস্থ্য কেন্দ্রের ল্যাবরেটরিতে বাংলাদেশ ওষুধ প্রশাসনের সাত সদস্যের একটি প্রতিনিধিদল গিয়েছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়