শিরোনাম
◈ সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশ ছাড়ায় ব্যাপক সমালোচনা ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ: পুরনো বিরোধের নতুন বিপজ্জনক মুহূর্ত ◈ রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ভার‌তের ড্রোন হামলা, পিএসএলের ম্যাচ অনিশ্চিত ◈ বৈদেশিক সহায়তা হ্রাসে সংকটের মুখে উন্নয়ন: বিকল্প পথ খোঁজার পরামর্শ ◈ প্রতিদিন নতুন নতুন সংস্কার লিস্ট, সব জটিল হয়ে যাচ্ছে: ফখরুল ◈ কৌশলগত নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর সেনাপ্রধানের গুরুত্বারোপ (ভিডিও) ◈ কার ফোনে বিমানবন্দর থেকে ছাড়া পেলেন আবদুল হামিদ? হান্নান মাসউদের পোস্ট ◈ আবদুল হামিদের ঘটনায় ব্যবস্থা নিতে না পারলে আমি চলে যাবো: স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ ‘বাংলাদেশে এখন হাসিনা নেই’, বিএসএফকে শাসালেন বাংলাদেশি (ভিডিও) ◈ জোড়াতালি দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২০, ১২:৩৫ দুপুর
আপডেট : ০৮ এপ্রিল, ২০২০, ১২:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রে সুপার মার্কেটের শ্রমিকরা করোনায় মারা যেতে শুরু করেছে, কর্মীদের কাজে অনীহা

শাহনাজ বেগম: [২] বড় বড় চেইন সুপারমার্কেটগুলোর মধ্যে নিউইয়র্কের স্কারসডেলে একজন শ্রমিক, লার্গোর জায়ান্ট স্টোরের একজন এবং শিকাগোর ওয়ালমার্টের দুই কর্মী করোনায় মারা যান বলে সংস্থাগুলোর পক্ষ থেকে সোমবার নিশ্চিত করেছে। এমএসএন নিউজ, ওয়াশিংটনপোস্ট

[৩] সুপারমার্কেট বিশ্লেষক ফিল লেম্পার্ট বলেন, ভাইরাস ছড়ানোর প্রথম পর্যায়ে সুপারমার্কেটের কর্মীদের সুরক্ষার ব্যবস্থা না করে সবচেয়ে বড় ভুল করেছে ব্যবসায়ীরা। এখন নতুন করে কর্মী নিয়োগ দিয়ে গুনতে হচ্ছে বেশি পারিশ্রমিক অন্যদিকে অনেক শ্রমিক বেকার থাকবে কিন্তু ঝুঁকি নিয়ে কাজ করতে রাজী না।

[৪] শ্রমিকরা অভিযোগ করেছেন, প্রতিদিনে তাদের কয়েক শ’ গ্রাহকের সঙ্গে কাজ করতে হয় কিন্তু তাদের পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা নেই। এরই মধ্যে কয়েক হাজার কর্মচারীর করোনা শনাক্ত হয়েছে।

[৫] শিল্প বিশেষজ্ঞরা বলছেন, করোনা আক্রান্ত ও মৃত্যুতে ব্যবসায়ীদের নতুন কর্মী নিয়োগ দেয়ার প্রয়োজন হচ্ছে। সম্প্রতি সবচেয়ে বড় সুপার মার্কেট ওয়ালমার্টে ১ লাখ ৫০ হাজার নতুন কর্মী নিয়োগ করছে এবং ক্রোগার যোগ করছে ১০ হাজারের বেশি। আবার অনেক শ্রমিককে এক ঘন্টা অতিরিক্ত কাজ করিয়ে ২ ডলার করে পে করছেন মালিকপক্ষ।

[৬] তবে বৃহত্তম দুই সুপরমার্কেট ওয়ালমার্ট এবং ক্রোগার প্রতিটি শিফটের শুরুতে কর্মচারীদের তাপমাত্রা পরীক্ষা করতে শুরু করেছে এবং কর্মীদের মাস্ক, গ্লোভস, এবং হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়