শিরোনাম
◈ গভীর রাতে নোয়াখালীর সোনাপুরে বিআরটিসি ডিপোতে ২ বাসে আগুন ◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২০, ০৯:২৪ সকাল
আপডেট : ০৬ এপ্রিল, ২০২০, ০৯:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিঙ্গাপুরে এক দিনে ২০ হাজার শ্রমিক কোয়ারেন্টাইনে

ডেস্ক রিপোর্ট : [২] সিঙ্গাপুরে প্রায় ২০ হাজার প্রবাসী শ্রমিককে এক দিনে কোয়ারেন্টাইন করা হয়েছে। রবিবার দেশটিতে রেকর্ড সংখ্যক ১২০ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর এ পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার।

করোনা মোকাবেলায় দুটি ডরমিটরি-পোঙ্গল ডরমিটরি এবং তুকান ওয়েস্ট লাইট ডরমিটরি আগামী ১৪ দিনের জন্য আইসোলেটেড করা হয়েছে। বিভিন্ন কোম্পানিতে কাজের অংশ হিসেবে এই দুই ডরমিটরিতে প্রায় ২০ হাজার বিদেশি শ্রমিক বসবাস করেন।

[৩] ধারণা করা হচ্ছে, নতুন আক্রান্ত ১২০ জনের মধ্যে অধিক পরিমাণে বাংলাদেশি শ্রমিক আক্রান্ত হয়েছেন। এর আগে, এই দুই ডরমিটরি থেকে করোনাভাইরাসের আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।

[৪] এদিকে, আগামী ১৪ দিন ২০ হাজার শ্রমিকের সব ধরনের চলাচলে ও রুমের বাহিরে যাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তাদের জন্য সিঙ্গাপুর সরকার সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করবে বলে জানায় দেশটির জনশক্তি মন্ত্রণালয়। এছাড়াও কোয়ারেন্টাইন থাকাকালীন সময়ে বেতনও প্রধান করা হবে এবং সকল ধরনের চিকিৎসা ও স্বাস্থ্য সেবা প্রধান করা হবে।

[৫] শ্রমিকদের মধ্যে সবাইকে আলাদা করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। রবিবার পর্যন্ত সিঙ্গাপুরে মোট ১৩০৯ জন আক্রান্ত হয়েছেন এবং চিকিৎসা শেষ সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৩২০ জন। হসপিটালে চিকিৎসা নিচ্ছেন ৫৬৯ জন। এছাড়াও আইসিইউতে রয়েছেন ২৫ জন এবং মৃত্যু হয়েছে ৬ জনের।

করোনাভাইরাস মোকাবেলায় নিরাপদ দূরত্বের বিষয়টি গুরুত্ব দিচ্ছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়াও সকল প্রকার সামাজিক দূরত্ব নিশ্চিত করা এবং নিজেকে নিরাপদ রাখার জন্য সবাইকে সর্তক করা হচ্ছে।

[৬]এ বিষয়ে সিঙ্গাপুরের জনশক্তি মন্ত্রী জোসেফিন টিও বলেছেন, এই সকল ব্যবস্থার মূল লক্ষ্য হল সত্যিকার অর্থে সবার স্বাস্থ্য ও সুস্থতা নিশ্চিত করা। কেবল সিঙ্গাপুর নাগরিকই নয়, বিদেশি কর্মীরাও যারা এখানে আছেন, আমাদের অর্থনীতি এবং তাদের নিয়োগকারীদের সহায়তা করেন।

রবিবার তিনি এক সংবাদ সম্মেলনে বলেন, "আমরা বিদেশি কর্মীদের আশ্বাস্ত করতে চাই যে এই পদক্ষেপগুলো তাদের স্বার্থ এবং তাদের মঙ্গলার্থে নেওয়া হয়েছে।বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়