শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ০৬ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহাদুর্যোগ থেকেই মহামানবের জন্ম হয়

রবিউল আলম : দল সুযোগ দিলে, অনেকেই নিজের যোগ্যতা প্রমাণ করে জনপ্রতিনিধি হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। তোফায়েল আহমেদ, তাজউদ্দীন আহমদ, জিল্লুর রহমানদের নামের উপরে ভোট পড়ে। অনেকে জনপ্রতিনিধি হয়েছেন, কিন্তু এখন আর তার নামটিও শুনতে চান না জনগণ, এমন মানুষও আছে। আপৎকালীন সময় জনগণ কাছে না পাওয়ার জন্য জনগণের মন থেকে মুছে দিয়েছেন, নাম উল্লেখ নাই করলাম। আপনি শিল্পপতি হতে পারবেন নিজের ইচ্ছায়, নিজের ইচ্ছায় জনপ্রতিনিধি হতে পারবেন না, অনেক অর্থ দিয়েও না। আপনাকে বিশ্বাস করতে চায়, আপনার উপর ভরসা রাখতে চায়, বিপদের সময় কাছে পেতে চায়, নেতৃত্বের গুণগুলো প্রকাশ করার এ সুযোগ হারাবেন না। আমাদের গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মালিকরা কম চেষ্টা করেননি ভোট কেনার জন্য, প্রতিবারই বিফল হয়েছেন। অবশেষে আত্মসমর্পণ করেছেন দলের কাছে। মহাদুর্যোগ থেকেই মহামানবের জন্ম হয়। বাংলার স্বাধীনতা সংগ্রাম থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মহামানব হিসেবে গ্রহণ করেছে জাতি, ত্যাগের রাজনীতি বিফল হয় না।
করোনার মতো মহাদুর্যোগ আর হতে পারে না, এ সময় আপনাকে সিদ্ধান্ত নিতে হবে স্থায়ী জনপ্রতিনিধি হবেন? নাকি ওয়ান টাইমস বলপেন হয়ে রাস্তার পাশে পড়ে থাকবেন। ইতোমধ্যে খবরের কাগজে ছবি ছাপা হচ্ছে, সরকারি খাদ্য সহায়তা আত্মসাৎ করার অপরাধে হাতে হ্যান্ডকাপ পরা ছবি। অনেক জনপ্রতিনিধি জেলে। জনপ্রতিনিধিদের ধরন আলাদা, আলাদা। কেউ দলপ্রেমী, যা কিছু পাওয়া যায়, দলের বাইরে বোঝেন না, আত্মীয় প্রেমে ভরপুর, নিজের প্রেমেও মশগুল থাকেন, পরিণাম অনেকেরই জানা। মহাদুর্যোগে মানব সেবা, মানুষকে দলীয় বিবেচনায় আনতে চাইলে, অর্জন বলেতো আর কিছুই থাকলো না। গণজমায়েত এড়ানোর জন্য সরকার অনেক ত্যাগ স্বীকার করেছে। জরুরি প্রয়োজনে বাজারগুলো খোলা রেখেছেন, এই সুযোগকে অপব্যবহার করছেন। বিরামহীন হয়ে পড়েছে হোটেল ও কাঁচাবাজার। সুনির্দিষ্ট সময় বেঁধে দিতে হবে। খাদ্য সামগ্রির দোকান সকাল থেকে দুইটার মধ্যে সীমাবদ্ধ করতে হবে। বিদেশফেরতদের দায়িত্ব নিতে হবে, আপনার আপনজনদের। সারাজীবন কষ্ট করেছেন, মাত্র ১৪ দিন কষ্ট করতেই হবে জাতির জন্য। লেখক : মহাসচিব বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি

  • সর্বশেষ
  • জনপ্রিয়