শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২০, ০৩:০৭ রাত
আপডেট : ০৫ এপ্রিল, ২০২০, ০৩:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কানেকশন/ এক দামপাড়ায় করোনার জালে আটকা ৫ এলাকা

চট্টগ্রাম প্রতিদিন প্রতিবেদন : চট্টগ্রামের দামপাড়ায় এক বৃদ্ধের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মেলার পর গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরী ও জেলার পাঁচটি এলাকার মোট ১৩টি বাড়ি লকডাউন করেছে প্রশাসন। প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী এই ১৩টি বাড়ির লোকজন গত ১৪ দিনের মধ্যে চট্টগ্রামে আক্রান্ত ওই রোগী ও দুই নারীর সংস্পর্শে এসে সংক্রমিত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। পাঁচটি ভিন্ন ভিন্ন এলাকায় প্রশাসনিক এই লকডাউনের আওতায় পড়েছে মোট ৪০টি পরিবার।

লকডাউন হওয়া এই ১৩টি বাড়ির ৭টি বাড়ি চট্টগ্রাম মহানগরে এবং বাকি ৬টি বাড়ি দক্ষিণ চট্টগ্রামের ৩টি উপজেলায়।

এর মধ্যে শুক্রবার (৩ এপ্রিল) রাতে দামপাড়ার এক নম্বর গলিতে করোনা আক্রান্ত ব্যক্তির বাড়িসহ একই গলির ৬টি বাড়ি লকডাউন করে দেয় সিএমপি। চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) চকবাজার থানা পুলিশ বাড়িগুলো লকডাউন করে। প্রথম দফায় লকডাউন হওয়া ওই ৬ বাড়িতে মোট ২০টি পরিবার বসবাস করছে বলে জানান স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন। নজরদারি করতে ওই এলাকায় ৯ পুলিশ সদস্যের একটি টিম মোতায়েন করা হয়েছে।

সাতকানিয়ার পুরানগড়
দামপাড়ায় ৬ বাড়ি লকডাউনের কিছুক্ষণ পর শুক্রবার মধ্যরাতে সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নে ৪টি বাড়ি লকডাউন করে উপজেলা প্রশাসন। চট্টগ্রামের করোনা আক্রান্ত বৃদ্ধের মেয়ে ও মেয়ের শ্বশুরবাড়ি ওই এলাকায়। গত ১২ মার্চ ওমরা হজ পালন করে আসা এই দুই নারী থেকে চট্টগ্রামের আক্রান্ত রোগী সংক্রমিত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সাতকানিয়ায় লকডাউন হওয়া এই ৪ বাড়িতে মোট ১২টি পরিবার রয়েছে বলে জানিয়েছেন সাতকানিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর এ আলম। এই চারটি বাড়িতে লকডাউন নিশ্চিত করতে স্থানীয় ওয়ার্ড মেম্বারের নেতৃত্বে গ্রাম পুলিশের একটি দল কাজ করছে। এছাড়া ওই ১৪ পরিবারের মধ্যে ২ পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সহায়তা পাঠানো হয়েছে বলেও জানান ইউএনও নূর এ আলম।

চন্দনাইশের জামিজুরী
এরপর রাত ২টার দিকে চট্টগ্রামের চন্দনাইশ থানার দোহাজারী পৌরসভার জামিজুরী গ্রামের একটি বাড়ি লকডাউন ঘোষণা করে চন্দনাইশ উপজেলা প্রশাসন। লকডাউন হওয়া ওই বাড়িতে মোট তিনটি পরিবার বসবাস করে বলে জানিয়েছেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেশব চক্রবর্তী। বাড়ির ১৫ জন সদস্য কয়েকদিন আগে দামপাড়ার করোনা আক্রান্ত ব্যক্তির বাসায় এবং সাতকানিয়ায় যে বাড়িতে আক্রান্ত ব্যক্তির সৌদি আরব ফেরত মেয়ে ও মেয়ের শ্বাশুড়ি থাকেন সে বাড়ির দাওয়াতে অংশ নিয়েছিলেন। তাই প্রশাসন বাড়িটি লকডাউন করে।

আগ্রাবাদের তিনতলা বাড়ি
শনিবার (৪ এপ্রিল) সকালে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ উত্তর পাঠানটুলী ওয়ার্ডে চাঁন মিয়ার বিল এলাকার একটি তিনতলা বাড়ি লকডাউন করে প্রশাসন। পাঠানটুলীতে লকডাউন হওয়া এই বাড়িটির মালিকের ছোট বোনের জামাই হচ্ছেন করোনা আক্রান্ত ওই রোগী। বোন জামাই অসুস্থ হওয়ার পর তাকে দেখতে গিয়েছিলেন তিনি। এই বাড়িতে মোট ৩টি পরিবারের বসবাস। চট্টগ্রাম প্রতিদিনের সাথে মোবাইলে কথা হয় লকডাউন হওয়া ওই বড়ির মালিকের সাথে। তিনি বলেন, ‘আমার বোন জামাই অসুস্থ হওয়ার পর তাকে দেখতে গিয়েছিলাম আমি। তার দেখাশোনা করার মত ছেলে পেলে নেই। তাই গিয়েছিলাম। সেখানে বেশিক্ষণ থাকিনি আমরা। অবস্থা খারাপ দেখে চলে এসেছি। এখন লকডাউনে আছি। আমাদের জন্য দোয়া করবেন।’ ইতিমধ্যে ওই বাড়ির সামনে পুলিশ মোতায়েন করেছে ডবলমুরিং থানা। লকডাউনে বন্দি হওয়া এই ৩ পরিবারের খোঁজখবর রাখছেন ডাবলমুরিং থানা ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ জাবেদ।

পটিয়ার শেয়ানপাড়া
চট্টগ্রামের পটিয়া পৌরসভার শেয়ানপাড়ার একটি বাড়িও শনিবার (৪ এপ্রিল) লকডাউন করে দিয়েছে প্রশাসন। চট্টগ্রামের দামপাড়ায় করোনা আক্রান্ত ব্যক্তির এক মেয়ের শ্বশুরবাড়ি ওই স্থানে। পটিয়ায় লকডাউন হওয়া ওই বাড়িতে ২টি পরিবারে মোট ১১ জন মানুষ রয়েছেন। পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা জাহান উপমা বিষয়টি নিশ্চিত করেছেন। এখানেও এলাকাবাসী নিজেরা উদ্যোগ নিয়ে গোটা শেয়ানপাড়া এলাকা লকডাউনের ঘোষণা দিয়েছে।

সিপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়