শিরোনাম
◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২০, ১০:০৭ দুপুর
আপডেট : ০৫ এপ্রিল, ২০২০, ১০:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডাক্তারদের প্রাণ বাঁচাতে বিশেষ ধরনের পোশাক তৈরি করছেন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার ইভান ফ্রোলভ

ইয়াসিন আরাফাত : [২] ইউক্রেনের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনার ইভান ফ্রোলভ।যৌন আবেদন জাগানো পোশাক তৈরির জন্য বিখ্যাত তিনি৷ তার তৈরি পোষাক গায়ে দেন গোয়েন স্টেফানি বা মিলা জোভোভিচের মতো বিশ্বের নামি দামি তারকারা৷

[৩] তবে আসন্ন গ্রীষ্মকালীন নতুন পোশাকের সম্ভার সাজানোর বদলে ইভান তার কারখানায় তৈরি করছেন ডাক্তারদের জন্য বিশেষ ধরনের পোশাক৷ তার দেশ ইউক্রেনে ডাক্তাররা বিরামহীন লড়াই করছেন করোনা ভাইরাসের বিরুদ্ধে৷ কিন্তু তাদের কাছে পর্যাপ্ত সংক্রমণ ঠেকাতে পারে এমন পোশাক নেই৷ নিউ ইয়র্ক টাইমস

[৫] দেশের এমন বিপদের দিনে ইভান নিজের কাজের ধরনে বদল এনে বিশেষ ধরনের কাপড় স্পানবন্ড দিয়ে তৈরি করছেন 'কাভার-অল', যা ডাক্তারকে সংক্রমণের হাত থেকে বাঁচাতে পারে৷ এই কাজে ইভানকে সহযোগিতা করছেন তার কারখানায় কর্মরত দর্জিরা৷ কড়া নিরাপত্তায়, বিশেষ স্বাস্থ্যবিধি মেনেই চলছে এই কাজ৷রয়টার্স

[৬] ইভান জানান, আমরা অসাধারণ কিছুই করছি না৷ আমরা যা পারি, তাই করে যাচ্ছি৷ সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে দিয়ে আমরা কাজ করে যাচ্ছি৷ আমরা মোটেই হিরো নই৷ হিরো হচ্ছেন সেই ডাক্তাররা, যারা সঠিক পোশাক ছাড়া নিজেদের ঝুঁকি অগ্রাহ্য করে মহামারী করোনাভাইরাসের ছোবল থেকে অন্যদের জীবন বাঁচাচ্ছেন৷দ্যা গালফ টুডে

[৭] ইভানের এই প্রকল্পে অনেকেই অর্থ সহায়তা দিচ্ছেন৷ সেই টাকা দিয়ে চলছে কাপড়, সুতো ইত্যাদি কেনার কাজ৷ অনেকে আবার সরাসরি সেলাইয়ের জন্য প্রয়োজনীয় সামগ্রী দিয়েও সাহায্য করছেন৷

  • সর্বশেষ
  • জনপ্রিয়