রাজু চৌধুরী:[২] চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সঠিকভাবে হোম কোয়ারেন্টিনের নির্ধারিত ১৪দিন সময় শেষ করায় সিএমপির ধন্যবাদ স্বরূপ ‘হোম কোয়ারেন্টিন সমাপ্তিকরণ সনদ’ পেলেন ১৮৫ জন। শনিবার (৪ এপ্রিল) নগরীর বিভিন্ন থানা এলাকায় হোম কোয়ারেন্টিন শেষ করা ব্যক্তিদের বাসায় এই সনদপত্র পৌঁছে দেওয়া হয়। সনদপ্রাপ্তদের মধ্যে ১৬০ জন সাধারণ নাগরিক ও ২৫ জন পুলিশ সদস্যও রয়েছেন। যারা বিভিন্ন সময় বিদেশ থেকে ফিরেছিলেন। সিএমপি কমিশনার মাহাবুবর রহমান জানান, সঠিকভাবে হোম কোয়ারেন্টিন শেষ করাদের উৎসাহ দিতেই এই উদ্যোগ। প্রতি থানার ১০ জন করে মোট ১৬০ জন নাগরিকের বাসায় এ সনদপত্র পৌঁছে দেওয়া হয়। তিনি বলেন, এছাড়াও জর্ডানে প্রশিক্ষণ নিয়ে ফিরে আসা পুলিশের বিভিন্ন স্তরের ২৫ জন কর্মকর্তা ও সদস্যকেও এই সনদ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে হোম কোয়ারেন্টিন শেষ করা তালিকাভুক্ত সবার বাসায় এ সনদ পৌঁছে দেওয়া হবে বলেও জানান সিএমপি কমিশনার।