শরীফ শাওন : [২] অভিযান চলে ঢাকা মহানগরী ও জেলা বাজারে। এসময় ল্যাবএইড, কমফোর্ট, আনোয়ার খান মডার্ণ, শমরিতা হাসপাতাল ও বিআরবি হাসপাতাল পরিদর্শন করেন তারা। রোগীদের স্বাস্থ্যসেবা প্রদানে নির্দেশনা অনুসরণ ও নিয়মানুযায়ী কার্যক্রম পরিচালনার বিষয়ে সতর্ক করা হয়।
[৩] এছাড়াও মৌলভীবাজার ডালের পাইকারী বাজার, যাত্রাবাড়ী বউবাজার ও কেরাণীগঞ্জের আটিবাজারে তদারকি ও সতর্ক করে অধিদপ্তরের মনিটরিং দল। খিলগাও, শাহজাহানপুর, মালিবাগ বাজার ও মিরপুর ৬ নং কাঁচাবাজারে অনিয়মের কারণে জরিমানা ও সতর্ক করা হয়। টিসিবির ন্যায্যমূল্যে ট্রাকে পণ্য বিক্রিতে তদারকি করেন তারা।
[৪] অধিপদপ্তরের উপপরিচালক মনজুর মোহাম্মদ জানান, মহানগরীর ১৭টি বাজারসহ শিশুখাদ্য, সার্জিক্যাল মাস্ক, হ্যান্ড সেনিটাইজার এর খুচরা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৬টি প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
[৫] জাতীয় ভোক্তা অধিকার আইন সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনায় শনিবার (৪ এপ্রিল) ৩টি দল ও বাণিজ্য মন্ত্রণালয়ের ৩টি পর্যবেক্ষক দলের সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়।