ইসমাঈল আযহার : [২] ইসলামি ইতিহাসে হজ বন্ধ হয়ে যাওয়া নতুন কিছু নয়। ইতিহাতে একাধিক বার মুসলিমদের পবিত্র এই বিধানে বাধা সৃষ্টি হয়েছে। সর্বশেষ ১৭৯৮ সালে হজ স্থগিত হয়েছিল। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে ২২২ বছর আগের সেই ইতিহাসের পুনরাবৃত্তি হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। দ্য গার্ডিয়ান, ইন্ডিপেন্ডেন্ট
[৩] খবরে বলা হয়েছে, করোনা পরিস্থিতির কারণে এ বছর হজ বাতিল হতে পারে। আধুনিক ইতিহাসে এটা বিরল ঘটনা।
[৪] করোনা ভাইরাসের কারণে হজ অনুষ্ঠিত হবে কিনা তা জানতে মুসলিম সম্প্রদায়কে অপেক্ষা করতে বলেছে সৌদি আরব। সঙ্গে সঙ্গে করোনা পরিস্থিতিতে এখনই হজের পরিকল্পনা না করতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
[৫] কিংস কলেজ লন্ডনের ওয়ার স্ট্যাডিজ বিভাগের প্রভাষক সিরাজ মাহের বলেন, ‘হজ বাতিল হওয়ার সম্ভাবনা নিয়ে সৌদি কর্তৃপক্ষ মুসলিমদের মনস্তাত্ত্বিকভাবে প্রস্তুত করছে। তারা অতীত থেকে ঐতিহাসিক দৃষ্টান্ত তুলে ধরতে শুরু করেছে, যেখানে বিপর্যয় ও যুদ্ধসহ বিভিন্ন কারণে হজ স্থগিত করতে হয়েছিল। আমি মনে করি, এটি মানুষকে আশ্বস্ত করার বিস্তৃত প্রয়াসের একটি অংশ। যদি হজ সত্যিই বাতিল হয় তবে সেটা কোনো নজিরবিহীন ঘটনা হবে না।’জাগোনিউজ