মাজহারুল ইসলাম : [২] দেশটির সেন্ট্রাল ইমার্জেন্সি অ্যান্টি এপিডেমিক হেডকোয়াটার্স'র মহামারি প্রতিরোধ বিভাগের পরিচালক পাক মিউং সু বলেছেন, তাদের প্রচেষ্টা সম্পূর্ণ সফল। আমাদের দেশে এখন পর্যন্ত একজনও করোনাভাইরাসে আক্রান্ত হয়নি। তিনি আরও বলেন, করোনা সংক্রমনের পর যারা দেশে ঢুকেছে, তাদের সবার জন্য কোয়ারেন্টাইন, সকল পণ্যের জীবাণুমুক্তকরণসহ সীমান্ত বন্ধ এবং সমুদ্র ও আকাশ যোগাযোগ বন্ধের মতো পূর্ব সতর্কতামূলক ও বৈজ্ঞানিক পদক্ষেপসমূহ নেয়া হয়। এএফপি
[৩] কিন্তু দক্ষিণ কোরিয়ায় মার্কিন শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল রবার্ট আব্রামস বলেছেন, তিনি নিশ্চিত উত্তর কোরিয়ায় করোনা রোগী রয়েছে। কারণ রাশিয়া পিয়ংইয়ংকে ১,৫০০ কিট সররাহ করেছে। যায়যায়দিন
[৪] উত্তর কোরিয়ার দাবি চীনের সঙ্গে সীমান্ত বন্ধ, বাণিজ্য স্থগিত এবং ৩০ দিনের কোয়ারেন্টাইনের কারণেই তাদের দেশ করোনামুক্ত রয়েছে। উত্তর কোরিয়ার কর্মকর্তারা বলছেন, করোনা সন্দেহে ৫ হাজার ৪’শ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিলো। কিন্তু কোয়ারেন্টাইন শেষে দেখা গেছে এরা কেউই করোনায় আক্রান্ত নন। কিন্তু অনেক বিশেষজ্ঞ বলছেন এটা অসম্ভব। তারা হয়তো সত্য ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করেছে। জাগোনিউজ
[৫] গণমাধ্যমের খবরে বলা হয়, উত্তর কোরিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে বেশ কয়েকজনকে গুলি করে হত্যা করেছে। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাতকারে সাবেক সিআইএ বিশেষজ্ঞ জুং এইচ পাক বলেন, একজনও করোনায় আক্রান্ত হয়নি এটা অসম্ভব। ফোর্সেস কোরিয়ার কমান্ডার জেনারেল রবার্ট আব্রামস জানান, করোনায় আক্রান্ত রয়েছে বলেই সেখানে সেনাবাহিনীর সা¤প্রতিক কার্যক্রম হ্রাস পেয়েছে। গত ২৪ দিন ধরে তাদের সেনাবাহিনীর একটা বিমানও আকাশে উড়তে দেখা যায়নি। জাগোনিউজ
[৬] বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে ইতোমধ্যে বিশে^র ২০৭টি দেশ বা অঞ্চলে ১০ লক্ষাধিক মানুষ আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৫২ হাজারের বেশি মানুষের। অথচ এখনও পৃথিবীর দুর্গম কিছু অঞ্চলে এ ভাইরাসটিতে একজনও সংক্রমিত হয়নি। এরমধ্যে একটি হলো উত্তর প্রশান্ত মহাসাগরে অবস্থিত ১৮ হাজার জনসংখ্যার দ্বীপরাষ্ট্র পালাউ। বাংলাদেশ জার্নাল
[৭] কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে টঙ্গা, সলোমন দ্বীপপুঞ্জ, মার্শাল দ্বীপপুঞ্জ ও মাইক্রোনেশিয়াসহ ওই অঞ্চলের কয়েকটি দ্বীপরাষ্ট্রে প্রাণঘাতী এ ভাইরাসটি থেকে নিরাপদ রয়েছে। এছাড়া করোনার প্রাদুর্ভাবে এখনও আক্রান্ত হয়নি সামোয়া, তুর্কমেনিস্তান, উত্তর কোরিয়া ও এন্টার্কটিকা মহাদেশ। এএফপি