শিরোনাম
◈ ডায়াবেটিস, স্থূলতা ও হৃদ্‌রোগ থাকলে অভিবাসীদের ভিসা নাও দেওয়া হতে পারে: ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনা ◈ ‘আমি একজন হতভাগী, পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন’ ◈ গুলিবিদ্ধ এরশাদ উল্লাহর খোঁজ নিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দ্রুত সুস্থতা কামনা ◈ ভারতীয় সীমান্তে সক্রিয় চক্র, দেখতে আসল কিন্তু জাল টাকা! (ভিডিও) ◈ নিউ ইয়র্কের মেয়র মামদানি উগান্ডার ক্রিকেট লিগে খেলেছেন ◈ জামায়াত নেতার ‘নো হাংকি পাংকি’ বক্তব্যের কড়া সমালোচনা করলেন মাসুদ কামাল ◈ ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডর: বাংলাদেশ ঘিরে কৌশলগত চাপ বাড়াতে ভারতের নতুন পদক্ষেপ ◈ ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাব নিয়ে ঢাকায় হবে সুপার কাপ ফুটবল  ◈ ‌ক্রিশ্চিয়া‌নো রোনালদোর কাছে সৌদি আর‌বের চেয়ে স্পেনে গোল করা সহজ ◈ কয়েকশ কারখানা বন্ধ ও লাখো শ্রমিক বেকার, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের পরিস্থিতি কতটা উদ্বেগের

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২০, ০৩:৪০ রাত
আপডেট : ০৩ এপ্রিল, ২০২০, ০৩:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]নিষেধাজ্ঞা না মানায় হাতজোড় করে বাসায় থাকার অনুরোধ পুলিশের

সুজন কৈরী : [২] করোনাহভাইরাসের সংক্রমণ এড়াতে ২৬শে মার্চ থেকে সরকার ঘোষণা করে সাধারণ ছুটি। প্রথমে ৪ এপ্রিল পর্যন্ত বলা হলেও পরে তা বাড়িয়ে ১১ এপ্রিল পর্যন্ত করা হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে সব যোগাযোগ ব্যবস্থা। এলাকায় এলাকায় মাইকিং করে সচেতনতা তৈরির নানা পদক্ষেপ নেয়া হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের না হওয়ার অনুরোধ করা হচ্ছে।

[৩] প্রথম দুই তিনদিন এই অনুরোধ মানলেও সময়ের সঙ্গে তা আর মানছেন না অনেকেই। প্রয়েজন ছাড়া সড়কে বের হচ্ছেন অনেকেই। এছাড়া বিভিন্ন অলিগলিতে চলছে গ্রæপ করে আড্ডা।

[৪] নাগরিকদের শৃঙ্খলায় ফেরাতে বিভিন্ন মোড়ে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। এতেই পুলিশ দেখতে পায়, যানবাহন নিয়ে অপ্রোয়জনেই বেশি বের হচ্ছে মানুষ। করোনা থেকে নিরাপদ থাকতে বের হওয়া এসব মানুষদের অকারণে ঘুরে না বেড়াতে অনুরোধ করছেন পুলিশ সদস্যরা। করোনার ভয়াবহতা জানিয়ে হাতজোড় করে অনুরোধ জানিয়ে বাসায় ফেরার পরামর্শ দিচ্ছেন তারা।

[৫] পুলিশ সদস্যরা জানান, ব্যাংকে লেনদেনসহ নানা অজুহাতে বাসা থেকে বেরিয়ে আসছেন অনেক নগরবাসী। গণপরিবহণ না থাকলেও অনেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হচ্ছেন। সেইসঙ্গে রয়েছে সিএনজি অটোরিকশা, ভাড়ায় চালিত মোটরসাইকেলও। যার মাধ্যমে করোনা সংক্রমণের আশঙ্কা রয়েছে। এজন্য চেকপোস্টে যানবাহন থামিয়ে লোকজনকে বাসায় ফিরতে অনুরোধ করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়