শিরোনাম
◈ শোডাউন-ড্রোন-পোস্টার নিষিদ্ধ: এবার ভোটের মাঠে কড়াকড়ি ◈ কোন ক্রিকেটারের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ করলেন সিলেটের সাবেক উপদেষ্টা? (ভিডিও) ◈ ধানের শীষে ভোট চেয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন তারেক রহমান (ভিডিও) ◈ আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা: কী করা যাবে, কী যাবে না ◈ হেয়ারকাট সিদ্ধান্ত থেকে সরে এলো বাংলাদেশ ব্যাংক, পাঁচ ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ◈ এক হত্যার বলি তিন পরিবার: ঝালকাঠিতে ১১ জন গুমের নেপথ্যকথা ◈ আইসিসি বোর্ড সভায় ভোটাভুটিতে মাত্র একটি ভোট পেয়েছে বাংলাদেশ ◈ সিলেট পৌঁছেছেন তারেক রহমান, এম এ জি উসমানী'র কবর জিয়ারত ◈ সারাদেশে যেসকল নেতাকর্মীকে বহিষ্কার করল বিএনপি ◈ নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ: ২০টি গ্রেডে কার বেতন কত বাড়ছে?

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২০, ০৩:১৯ রাত
আপডেট : ০৩ এপ্রিল, ২০২০, ০৩:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা ঠেকাতে ব্যবস্যা প্রতিষ্ঠানের সময় বেঁধে দিল মসিক

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ প্রতিনিধি: [২] করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে ময়মনসিংহ সিটি কর্পোরেশন মেয়র ইকরামুল হক টিটু করপোরেশনের আওতাধীন সকল কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট খোলা রাখার সময় বেঁধে দেয়া হয়েছে।

[৩] শুক্রবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল মুদি দোকান সকাল ৭টা থেকে বেলা ১টা পর্যন্ত এবং সকল কাঁচামালের দোকান সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা রাখার জন্য আহবান জানানো হয়েছে।

[৪] বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত করোনা ভাইরাস প্রতিরোধ ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্তের আলোকে এ নির্দেশনা দিয়েছেন মসিক মেয়র মো. ইকরামুল হক টিটু।

[৫] জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় করোনাভাইরাস সংক্রমণ রোধে ময়মনসিংহ সিটি করপোরেশনের গৃহীত নানা কর্মসূচি তুলে ধরেন এবং মানুষের সুরক্ষার স্বার্থে সিটি করপোরেশন আরোপিত বিভিন্ন সিদ্ধান্তের (অটো, সিএনজি, চায়ের দোকান, হোটেল-রেঁস্তোরা বন্ধ রাখা) প্রয়োগ আরও জোরদার করার নির্দেশনাও প্রদান করেন মেয়র ।

[৬] করোনা ভাইরাস প্রতিরোধে কিছু মানুষ খাদ্য বিতরণের নামে নিজের ও অন্যের নিরাপত্তা নিশ্চিত না করেই খাদ্যসামগ্রী বিতরণ করছে, যা আমাদের আতঙ্কিত করে। বিভিন্ন খাদ্য বিতরণকে সমন্বিত করতে হবে যাতে যথাযথ মানুষকে এবং যাদের প্রয়োজন তাদের সবাইকে খাদ্য বিতরণ সম্ভব হয় এবং অবশ্যই খাদ্য নিরাপত্তার সাথে করোনার নিরাপত্তাও যেন নিশ্চিত হয় সে বিষয়ে অধিক মনোযোগী হতে হবে। সম্পাদনা: তিমির চক্রবর্ত্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়