শিরোনাম
◈ জমজমের পর আরেক বরকতময় পানি—কাবার ছাদ থেকে ঝরে পড়া রহমতের নালা ◈ “ডলার বাজারে স্বস্তি: সংকটের অবসান নাকি সাময়িক বিরতি?” ◈ অবশেষে আ.লীগ নেত্রী স্বপ্না আক্তার আটক ◈ বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য: দিল্লিতে যে বাড়িতে বসবাস করছেন শেখ হাসিনা ◈ তিন পোশাক কারখানা মালিকের বিরুদ্ধে রেড নোটিস জারি করতে ইন্টারপোলকে চিঠি ◈ ভিসা নিয়ে যে বার্তা দিল ভারতীয় হাইকমিশন ◈ গাজীপুরের সেই পুলিশ কমিশনারকে প্রত্যাহার ◈ “ডাকসু নির্বাচন নিয়ে হঠাৎ নাটকীয়তা, উত্তেজনায় ফেটে পড়ল ঢাবি ক্যাম্পাস” ◈ জিয়া পরিবার নিয়ে কুটুক্তি: বিতর্কিত সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি ◈ ৩৮ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে এনবিআরের সহকারী কমিশনার মিতু বরখাস্ত

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২০, ০৬:১৫ সকাল
আপডেট : ০২ এপ্রিল, ২০২০, ০৬:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার পরিস্থিতির কারণে জাতীয় সংসদ ভবনে সাবেক ভূমিমন্ত্রীর জানাজা হচ্ছে না

মনিরুল ইসলাম : [২] বর্ষীয়ান রাজনীতিবিদ ৫ম বারের নির্বাচিত সংসদ সদস্য সাবেক ভূমিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফ মারা গেছেন। বৃহস্পতিবার ভোরে ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন থেকে তিনি মারা যান। তার বয়স হয়েছিলো ৮০ বছর।

[৩] বর্তমান ও সাবেক সংসদ সদস্যদের মৃত্যুর পর সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় জানাজা নামাজ পড়ার রেওয়াজ আছে। তবে করোনা পরিস্থিতির কারণে সংসদ ভবনে শামসুর রহমান শরীফের জানাজা হচ্ছে না। বিষয়টি জানিয়েছেন, জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ওয়ারেছ হোসেন।

[৪] তিনি জানান, জনসমাগম এড়াতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। তবে তার নির্বাচনী এলাকা পাবনার ঈশ্বরদীতে স্বল্প পরিসরের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। সেখানেই এই মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার (রাষ্ট্রীয় সম্মান) দেয়া হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

[৫] প্রসঙ্গত, সরকার দলীয় সংসদ সদস্য শামসুর রহমান শরীফ দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বিগত ছয় মাস লন্ডন, মুম্বাই ও ঢাকায় চিকিৎসাধীন ছিলেন।

[৬] তিনি পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ১৯৪০ সালের ১০ মার্চ পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নে জন্মগ্রহণ করেন। ১৯৯৬ সালে দল তাকে মনোনয়ন দিলে বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০১, ২০০৯, ২০১৪ ও ২০১৮ সালে মোট পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন

  • সর্বশেষ
  • জনপ্রিয়