শিরোনাম
◈ চলতি মাসে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ নলডাঙ্গায় জয় বাংলা স্লোগান দিয়ে সড়কে অগ্নিসংযোগ, ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার ◈ ভারত-বাংলাদেশ যাতায়াতে পেট্রাপোল বন্দরে ‘প্যাসেঞ্জার ইউজার চার্জ’ বসালো ভারত ◈ ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’ : বৈষম্যবিরোধী নেতা ◈ টিকে থাকলেও থমকে গেল গতি—২০২৫ সালে বাংলাদেশের অর্থনীতির বাস্তব চিত্র ◈ সৌদি আরবে বাংলাদেশি কর্মী প্রেরণে নতুন রেকর্ড ◈ অধ্যাদেশ জারি: অনলাইন ট্রাভেল এজেন্সির ব্যাংক গ্যারান্টি এক কোটি টাকা ◈ এ মাসের মধ্যেই হাদি হত্যাকাণ্ডে জড়িতদের মুখোশ উন্মোচন করা হবে: নৌ উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি বিশ্বকাপ দ‌লে নেই শান্ত ◈ হলফনামায় চমক: জোনায়েদ সাকির চেয়ে স্ত্রীর সম্পদ অনেক বেশি

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২০, ০৭:২২ সকাল
আপডেট : ০১ এপ্রিল, ২০২০, ০৭:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শহরের একসময়ের ব্যস্ত পথ এখন দাপিয়ে বেড়াচ্ছে বন্যপ্রাণী, ভেসে আসছে পাখির কলকাকলির সুর

মাজহারুল ইসলাম : [২] করোনাভাইরাস সংক্রমনের ভয়ে যখন ঘরবন্দি বিশ্বের বেশিরভাগ দেশের মানুষ, ঠিক তখন পৃথিবীর বিভিন্ন শহরের রাস্তায় দেখা মিলেছে বন্যপ্রাণীদের। মানুষের রাজত্বে হেঁটে বেড়িয়ে আজ ওইসব বন্যপ্রাণীরা যেনো মনে করিয়ে দিচ্ছে, এ পৃথিবীটা সবার। এএফপি, ইত্তেফাক

[৩] দেশি বিদেশি বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, স্পেনের অন্যতম ব্যস্ত নগরী বার্সেলোনায় অবাধে বন্য শূকর ঘোরা ফেরা করতে দেখা যায়। জাপান ও ভারতের একসময়ের ব্যস্ততম রাস্তায় প্রকাশ্যে বিচরণ করছে হরিণের দল। ইতালির ভেনিস খালে দেখা মিলেছে ডলফিনের। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডের ব্যস্ততম এলাকায় দেখা মিলেছে বন্য টার্কির। এ ছাড়াও বিভিন্ন শহরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাড়ি চলাচল কিংবা হর্ণের শব্দ পরিবর্তে শোনা যাচ্ছে পাখির কলকাকলির সুর।

[৪] বন্যপ্রাণীদের রাস্তায় এমন ঘুরে বেড়ানোর বিষয়ে চিলির প্রাণী বিশেষজ্ঞা মার্সেলো গিয়াগনোনি বলেছেন, এটাই তাদের সহজাত স্বভাব। যা ইতোপূর্বে আমরা তাদের কাছ থেকে জোর করে কেড়ে নিয়েছি।

[৫] একই বিষয়ে ফ্রেঞ্চ ন্যাচারাল হিস্টোরি মিউজিয়ামের প্রধান রোমান জুলিয়ার্ড বলেন, প্রাণীরা তাদের অভ্যাস খুব দ্রæত পরিবর্তন করতে পারে। যখন কোন পরিবেশ শান্ত হয় তখনই তারা সেখানে এসে পড়ে।

[৬] একই মিউজিয়ামের শব্দ বিশারদ জেরোমে সিউয়ার বলেন, এখন পাখি বেড়ে গেছে, এমনটি মনে করার কোন কারণ নেই। সাধারণত পাখিরা বেশি শব্দ পেলে ডাকাডাকি করে না। এখন সময় এসেছে তাদের ডাকতে দিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়