শিরোনাম
◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২০, ০৫:০০ সকাল
আপডেট : ০১ এপ্রিল, ২০২০, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফেসবুক লাইভে ঘরে বসেই চলছে জবি সাংবাদিকতা বিভাগের ক্লাস

রকি আহমেদ, জবি প্রতিনিধি: [২] করোনা আতঙ্কে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রনালয়। একই কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কর্তৃপক্ষও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্লাস-পরিক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। তবে এই ছুটির মধ্যে নিজ নিজ ঘরে অবস্থান করে অনলাইনেই ক্লাস চলছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৩ ব্যাচের শিক্ষার্থীদের।

[৩] জানা যায়, সীমিত পরিসরে শুরু হওয়া এ ক্লাস ফেসবুক লাইভের মাধ্যমে নিচ্ছেন বিভাগের প্রভাষক মো. রুম্মান শিকদার। তিনি ১৩ ব্যাচে তাঁর কোর্স 'অর্থনৈতিক প্রক্রিয়া ও প্রতিষ্ঠানসমুহ (এমসিজে-৩১০২)' এর উপর ক্লাস নিচ্ছেন। তবে উপস্থিতি গণনা করা হচ্ছে না বিধায় ক্লাস না করায় কোন বাধ্যবাধকতা নেই।

[৪] অনলাইনে ক্লাস সম্পর্কে ১৩ ব্যাচের ক্লাস প্রতিনিধি রাসেল বলেন, স্যার পরিক্ষামূলক ভাবে শুরু করেছেন। অনলাইনে পড়ানো টপিকসগুলো স্যার ক্লাসে আবার পড়াবেন। মূলত বাসায় বসে থেকে সবার মাঝে একঘেয়েমিতা চলে এসেছে , তাই স্যার ও ছাত্রছাত্রীদের মধ্যে আলোচনা সাপেক্ষে বিকাল ৩টা-৪টা পর্যন্ত সপ্তাহে ৩ দিন ১ ঘন্টা করে কোর্সের ফেসবুক গ্রুপে লাইভের মাধ্যমে ক্লাস হচ্ছে।

[৫] ক্লাসের আর এক ক্লাস প্রতিনিধি সুপ্রিয়া সরকার বলেন, ক্যাম্পাস বন্ধ হওয়ার কারণে সবাই নিজ নিজ গ্রাম/বাসায় চলে গেছে। তাই ক্লাস চলাকালীন অনেকের নেটে সমস্যা হচ্ছে। যখন নেট থাকবে তখন লাইভের লিঙ্কে ঢুকে ক্লাস গুলো দেখা যাবে। তবে ক্লাস করার জন্য স্যারের কোন বাধ্যবাধকতা নেই।

[৬] এদিকে অনলাইনে ক্লাস নেওয়া সম্পর্কে রুম্মান শিকদার বলেন, বর্তমানে করোনা পরিস্থিতির জন্য বেশ কিছুদিন হয়েছে আমরা শ্রেণীকক্ষের বাইরে। শারীরিক উপস্থিতির মাধ্যমে এখন যেহেতু ক্লাস পরিচালনা করা সম্ভব নয় তাই অনলাইন লাইভে ক্লাস নেওয়ার চেষ্টা করেছি। তবে ইন্টারনেট সমস্যার কারণে সকল শিক্ষার্থীরা উপস্থিত থাকতে পারেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়