শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২০, ০৫:০০ সকাল
আপডেট : ০১ এপ্রিল, ২০২০, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফেসবুক লাইভে ঘরে বসেই চলছে জবি সাংবাদিকতা বিভাগের ক্লাস

রকি আহমেদ, জবি প্রতিনিধি: [২] করোনা আতঙ্কে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রনালয়। একই কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কর্তৃপক্ষও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্লাস-পরিক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। তবে এই ছুটির মধ্যে নিজ নিজ ঘরে অবস্থান করে অনলাইনেই ক্লাস চলছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৩ ব্যাচের শিক্ষার্থীদের।

[৩] জানা যায়, সীমিত পরিসরে শুরু হওয়া এ ক্লাস ফেসবুক লাইভের মাধ্যমে নিচ্ছেন বিভাগের প্রভাষক মো. রুম্মান শিকদার। তিনি ১৩ ব্যাচে তাঁর কোর্স 'অর্থনৈতিক প্রক্রিয়া ও প্রতিষ্ঠানসমুহ (এমসিজে-৩১০২)' এর উপর ক্লাস নিচ্ছেন। তবে উপস্থিতি গণনা করা হচ্ছে না বিধায় ক্লাস না করায় কোন বাধ্যবাধকতা নেই।

[৪] অনলাইনে ক্লাস সম্পর্কে ১৩ ব্যাচের ক্লাস প্রতিনিধি রাসেল বলেন, স্যার পরিক্ষামূলক ভাবে শুরু করেছেন। অনলাইনে পড়ানো টপিকসগুলো স্যার ক্লাসে আবার পড়াবেন। মূলত বাসায় বসে থেকে সবার মাঝে একঘেয়েমিতা চলে এসেছে , তাই স্যার ও ছাত্রছাত্রীদের মধ্যে আলোচনা সাপেক্ষে বিকাল ৩টা-৪টা পর্যন্ত সপ্তাহে ৩ দিন ১ ঘন্টা করে কোর্সের ফেসবুক গ্রুপে লাইভের মাধ্যমে ক্লাস হচ্ছে।

[৫] ক্লাসের আর এক ক্লাস প্রতিনিধি সুপ্রিয়া সরকার বলেন, ক্যাম্পাস বন্ধ হওয়ার কারণে সবাই নিজ নিজ গ্রাম/বাসায় চলে গেছে। তাই ক্লাস চলাকালীন অনেকের নেটে সমস্যা হচ্ছে। যখন নেট থাকবে তখন লাইভের লিঙ্কে ঢুকে ক্লাস গুলো দেখা যাবে। তবে ক্লাস করার জন্য স্যারের কোন বাধ্যবাধকতা নেই।

[৬] এদিকে অনলাইনে ক্লাস নেওয়া সম্পর্কে রুম্মান শিকদার বলেন, বর্তমানে করোনা পরিস্থিতির জন্য বেশ কিছুদিন হয়েছে আমরা শ্রেণীকক্ষের বাইরে। শারীরিক উপস্থিতির মাধ্যমে এখন যেহেতু ক্লাস পরিচালনা করা সম্ভব নয় তাই অনলাইন লাইভে ক্লাস নেওয়ার চেষ্টা করেছি। তবে ইন্টারনেট সমস্যার কারণে সকল শিক্ষার্থীরা উপস্থিত থাকতে পারেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়