নওগাঁ প্রতিনিধি: [২] নওগাঁয় করোনায় কর্মহীন হয়ে পরা মানুষদের বাড়ি বাড়ি মধ্যরাতে গিয়ে ঘুম থেকে ডেকে তুলে ত্রান সামগ্রী পৌছে দিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল্লাহ- আল- মামুন।
[৩] সোমবার দিবাগত মধ্যরাতে দু্র্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ১০ কেজি চাল,আলু ১ কেজি,লবন১/২ কেজি,ডাল ১ কেজি,সাবান ১ টা সহ এই ত্রান সামগ্রী বিতরন করা হয়।
[৪] গভির রাতে কর্মহীন দিনমজুর মানুষরা ঘুম থেকে উঠে এ ত্রান সামগ্রী পেয়ে অনেকটায় আবেগে আত্নহারা হারা হয়েছে। কারন এদের অনেকের সকালে কি খাবে সে ব্যাসস্থা ছিলনা। এমন ভাবে ত্রান পৌছে দেওয়ায় তারা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং অনেককে আবেগে কেঁদে ফেলতে দেখা গেছে। এসময় উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) সঙ্গে ছিলেন উপজেলা প্রকল্প ব্যাস্তবায়ন কর্মকর্তা মাহাবুবুর রহমান, চন্ডিপুর ইউপি চেয়ারম্যান বেদারুল ইসলাম মুকুল।
[৫] এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল্লাহ- আল- মামুন বলেন, দিনের বেলা ত্রান দিতে গেলে জনসমাগম হতে পরে সেজন্য মধ্যরাতে বাড়ি বাড়ি গিয়ে ত্রান পৌছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা চেস্টা করছি দিনমজুর যেসব মানুষ আছে তাদের একটি তালিকা করে প্রত্যেকের বাড়ি বাড়ি ত্রান সামগ্রী পৌছে দিতে। সেজন্য সকলকে অনুরোধ করব প্রয়োজন ছাড়া কেউ বাড়ি হতে বাহির হবেন না।