শিরোনাম
◈ জলদস্যুদের ধাওয়ায় ট্রলারডুবি: ২৪ ঘণ্টা সাগরে ভেসে ১৮ জেলের জীবনরক্ষা ◈ চীনের ঋণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হচ্ছে বাংলাদেশ ◈ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি: ইইউ রাষ্ট্রদূত ◈ জাকসু নির্বাচনে কারসাজি, এক দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ ছিল: শিক্ষক নেটওয়ার্ক ◈ হ্যান্ডশেক না করায় ভারতীয়দের উপর চটলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২০, ০১:৫০ রাত
আপডেট : ০১ এপ্রিল, ২০২০, ০১:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ২ কোটিতে গিয়ে ঠেকতে পারে বলে জানিয়েছেন গবেষকরা

জেরিন আহমেদ : [২] এ মৃত্যুর লাগাম টেনে ধরতে পারে কেবল সামাজিক দূরত্ব কমানোতেই। লন্ডনের ইম্পিরিয়াল কলেজের এক গাণিতিক গবেষণায় উঠে এসেছে এমন চিত্র। সূত্র: সময় নিউজ, নিউজ ১৮

[৩] গবেষণার বরাত দিয়ে সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, যদি দ্রুতই বিশ্বব্যাপী সামাজিক দূরত্ব বজায় রাখার এ পদ্ধতি দীর্ঘ সময়ের জন্য প্রয়োগ করা যায় এবং সবার সঙ্গে যোগাযোগ ৭৫ শতাংশ কমানো যায় তাহলে ৩ কোটি ৮৭ লাখ মানুষের জীবন বাঁচতে পারে।

[৪] গবেষকদের মতে, যদি সামাজিক দূরত্ব বজায় না রাখা হয় তাহলে এ ভাইরাসে আক্রান্ত হয়ে ৪ কোটি মানুষ মারা যেতে পারেন। তবে বিশ্বব্যাপী যদি সামাজিক যোগাযোগ ৪০ শতাংশ এবং বয়স্করা যদি তাদের পারস্পারিক যোগাযোগ ৬০ শতাংশ কমিয়ে দেন তাহলে এ হার অর্ধেকে নেমে আসবে।

[৫] গবেষকরা বলছেন, কঠোর পদক্ষেপ নেয়া হলে মৃতের সংখ্যা আরও কমে যেতে পারে। তারা সব রাষ্ট্রকেই আগামী সপ্তাহ ও মাসগুলোতে সামাজিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে কঠোর হওয়ার জন্য সামর্থ অনুযায়ী চ্যালেঞ্জ নেয়ার ব্যাপারে সতর্ক করা হয়েছে।

[৬] গবেষকরা তাদের গবেষণায় বেশ কয়েকটি পরিস্থিতি অন্তর্ভুক্ত করেছেন। তারা দেখিয়েছেন করোনাভাইরাসে নতুন যারা আক্রান্ত হচ্ছেন তাদের ব্যাপারে বিশ্ব যদি কোনো ব্যবস্থা না নেয় তাহলে কী অবস্থা হবে। বর্তমানে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ লাখেরও বেশি মানুষ। এতে মারা গেছেন ৩৯ হাজারেরও বেশি মানুষ।

[৭] গবেষণার এ মডেলটিতে সামাজিক দূরত্বের সঙ্গে দুটি পরিস্থিতিও অন্তর্ভুক্ত করা হয়েছে। একটি হচ্ছে শুধু মহামারি এবং আরেকটি হচ্ছে ভাইরাসের বিস্তার দমন করার নানা পর্যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়