শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২০, ০১:৫০ রাত
আপডেট : ০১ এপ্রিল, ২০২০, ০১:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ২ কোটিতে গিয়ে ঠেকতে পারে বলে জানিয়েছেন গবেষকরা

জেরিন আহমেদ : [২] এ মৃত্যুর লাগাম টেনে ধরতে পারে কেবল সামাজিক দূরত্ব কমানোতেই। লন্ডনের ইম্পিরিয়াল কলেজের এক গাণিতিক গবেষণায় উঠে এসেছে এমন চিত্র। সূত্র: সময় নিউজ, নিউজ ১৮

[৩] গবেষণার বরাত দিয়ে সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, যদি দ্রুতই বিশ্বব্যাপী সামাজিক দূরত্ব বজায় রাখার এ পদ্ধতি দীর্ঘ সময়ের জন্য প্রয়োগ করা যায় এবং সবার সঙ্গে যোগাযোগ ৭৫ শতাংশ কমানো যায় তাহলে ৩ কোটি ৮৭ লাখ মানুষের জীবন বাঁচতে পারে।

[৪] গবেষকদের মতে, যদি সামাজিক দূরত্ব বজায় না রাখা হয় তাহলে এ ভাইরাসে আক্রান্ত হয়ে ৪ কোটি মানুষ মারা যেতে পারেন। তবে বিশ্বব্যাপী যদি সামাজিক যোগাযোগ ৪০ শতাংশ এবং বয়স্করা যদি তাদের পারস্পারিক যোগাযোগ ৬০ শতাংশ কমিয়ে দেন তাহলে এ হার অর্ধেকে নেমে আসবে।

[৫] গবেষকরা বলছেন, কঠোর পদক্ষেপ নেয়া হলে মৃতের সংখ্যা আরও কমে যেতে পারে। তারা সব রাষ্ট্রকেই আগামী সপ্তাহ ও মাসগুলোতে সামাজিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে কঠোর হওয়ার জন্য সামর্থ অনুযায়ী চ্যালেঞ্জ নেয়ার ব্যাপারে সতর্ক করা হয়েছে।

[৬] গবেষকরা তাদের গবেষণায় বেশ কয়েকটি পরিস্থিতি অন্তর্ভুক্ত করেছেন। তারা দেখিয়েছেন করোনাভাইরাসে নতুন যারা আক্রান্ত হচ্ছেন তাদের ব্যাপারে বিশ্ব যদি কোনো ব্যবস্থা না নেয় তাহলে কী অবস্থা হবে। বর্তমানে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ লাখেরও বেশি মানুষ। এতে মারা গেছেন ৩৯ হাজারেরও বেশি মানুষ।

[৭] গবেষণার এ মডেলটিতে সামাজিক দূরত্বের সঙ্গে দুটি পরিস্থিতিও অন্তর্ভুক্ত করা হয়েছে। একটি হচ্ছে শুধু মহামারি এবং আরেকটি হচ্ছে ভাইরাসের বিস্তার দমন করার নানা পর্যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়