সিরাজুল ইসলাম: [২] ফ্রান্সের রাজধানী প্যারিসের হাসপাতালে সোমবার তার মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিলো ৮১ বছর। আলজাজিরা
[৩] তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন বলে জানিয়েছে তার পরিবার। তিনি ১৯৭৭ সালে ক্ষমতায় আসেন। ১৯৭৯ সালে তাকে ক্ষমতাচ্যুত করেন দেশটির বর্তমান নেতা দানিস সাসাও নগুয়েসো।
[৪] ১৯৩৯ সালে ইয়োম্বি ওপাঙ্গো দেশটির উত্তরাঞ্চলীয় এলাকা কুভেতে জন্ম নেন। তিনি প্রেসিডেন্ট মেরিয়েন নগুয়াবিকে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত করেন।
[৫] ১৯৬৮ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত সাবেক এই ফরাসি কলোনী সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিলো। ইস্ট আফ্রিকা
[৬] সামরিক অভ্যুত্থানের অপরাধে ইয়োম্বি ওপাঙ্গো ১৯৯৭ থেকে ১৯৯০ সাল পর্যন্ত কারাগারে ছিলেন।
[৭] তিনি দ্য র্যালি ফর ডেমোক্রেসি অ্যান্ড ডেভলেপমেন্ট পার্টি গঠন করেন। ১৯৯২ সালের নির্বাচনে তার দল হেরে যায়। প্রেসিডেন্ট পাসকাণ লিসোউবার সঙ্গে জোট গঠন করে তিনি ১৯৯৪ থেকে ’৯৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
[৮] ১৯৯৭ সালে কঙ্গোতে গৃহযুদ্ধ শুরু হলে ইয়োম্বি ওপাঙ্গো পালিয়ে ফ্রান্সে চলে যান। ডেইলি নেশন
[৯] ২০০৭ সালে তিনি দেশে ফিরতে সামর্থ্য হন। কিন্তু স্বাস্থ্য সমস্যায় কখনো ফ্রান্স আবার কখনো কঙ্গোতে ছিলেন।