শিরোনাম
◈ ইসরায়েল খেললে বিশ্বকাপ ফুটবল বয়কট কর‌বে স্পেন ◈ এ‌শিয়া কা‌পে রা‌তে শ্রীলঙ্কা - আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, লঙ্কান‌দের জয় দেখার অ‌পেক্ষায় বাংলাদেশ  ◈ আওয়মী লীগ বিহীন বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে দিল্লিতে এখন যে সব চিন্তাভাবনা  ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, চেলসিকে হা‌রি‌য়ে বায়ার্ন মিউ‌নি‌খের শুভ সূচনা ◈ কিশোরগঞ্জ সম্মেলনে যাওয়ার জন্য স্থগিতাদেশ উঠিয়ে দিন, না হলে ভিন্ন পথ নেবো, জানালেন ফজলুর রহমান ◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ৩১ মার্চ, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানুষকে বাঁচানোর দায় নিতে সরকারকে বাধ্য করতে হবে

বাকী বিল্লাহ : দুইদিন আগেও যেসব মানুষজন বাংলাদেশে আসন্ন করোনা বিপর্যয় নিশ্চিতভাবে দেখছিলেন তাদের অনেকের মধ্যেই বেশ খানিকটা শিথিলতা দেখা যাচ্ছে। আবহাওয়া, খাদ্যাভ্যাস ইত্যাদির নিরীখে আমরা অল্পের মধ্যে পার পেয়ে যাবো অনেকেই এ রকম মনে করছেন এবং তা বলতে শুরু করেছেন। এটা বিপজ্জনক। প্রথমত. আমাদের এখানে টেস্ট বলতে গেলে হচ্ছেই না, দ্বিতীয়ত. বাংলাদেশে প্রথম সংক্রমণ ধরা পড়ার পর থেকে এখন পর্যন্ত যতোগুলো দিন গেছে, এই স্টেজে ইতালি বা ইউএসেরও প্রায় একই অবস্থা ছিলো। প্রথমে খুব ধীরগতিতে সংক্রমণ ছড়িয়েছে, এরপর এক লাফে এটা বুস্ট হয়ে মহাদুর্যোগে পরিণত হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, দুইদিনে জ্বর, কাশি ইত্যাদি কারণে অনেকগুলো মৃত্যুর খবর পাওয়া গেছে।ধরে নিলাম আমাদের কপাল খুব ভালো, কিন্তু কপালের উপর নির্ভর করে নির্ভার হওয়াটা এই মুহূর্তের বাস্তবতা বা কার্যকারণ সম্পর্ককে সম্পূর্ণ উপেক্ষা করা হবে। তাই শিথিলতা বা রিল্যাক্স হওয়ার কোনো সুযোগ নেই আপাতত। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার ইমপ্যাক্ট সুপার হাই, এমনকি আওয়ামী লীগ সরকারের মতো তথাকথিত করোনাজয়ী সুপার পাওয়ারও সোশ্যাল মিডিয়ার জনমতকে উপেক্ষা করতে পারছে না পুরোপুরি। টেস্টিং কিট বা ডাক্তারদের জন্য সুরক্ষা পোশাক এগুলো এই সরকারের ভাবনাতেই ছিলো না। কিন্তু প্রচুর সময় নষ্ট করে এখন কিছুটা হলেও বিষয়গুলোকে ধর্তব্যের মধ্যে আনতে হচ্ছে তার। রাস্তায় দাঁড়িয়ে কথা বলার সুযোগ নেই এখন আমাদের। একমাত্র কার্যকর হাতিয়ার সোশ্যাল মিডিয়ায় কথা বলা। বারবার তাই বলতেই থাকতে হবে। মূল কথা হলো মানুষকে বাঁচানোর দায় নিতে সরকারকে বাধ্য করতে হবে। সেটা করোনা হোক বা ক্ষুধা। ওই দায় নিতে বাধ্য করা গেলে টেস্ট হবে, ট্রান্সপারেন্সিও হবে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়