এম. আমান উল্লাহ, কক্সবাজার প্রতিনিধি : [২] করোনাভাইরাস বিস্তার রোধে কক্সবাজার জেলা প্রশাসনের দেওয়া নিষেধাজ্ঞার পর সৈকতে নেই পর্যটক ও স্থানীয়দের পদচারণা। এ ফাঁকে নির্জন সৈকতে ডানা মেলছে প্রকৃতি। সমুদ্রে নীল বর্ণের ডলফিন ও বালিয়াড়িতে চলছে লাল কাঁকড়ার মিলন মেলা। শুধু তাই নয় নির্জন সৈকতে এখন সাগরলতা সমাহার। যার ফলে সৈকতে ফিরে এসেছে প্রাকৃতিক পরিবেশ। সৈকতের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেয়া যায় এমন দৃশ্য।
[৩] প্রত্যক্ষদর্শীরা জানান, নীল জলে লাফিয়ে লাফিয়ে খেলা করছে বিরল প্রজাতির ডলফিন। সমুদ্রপাড় থেকে খেলা করার দৃশ্য পরিষ্কার দেখা যায়। কয়েক দিন আগে কয়েকজন সার্ফার সমুদ্র সৈকতে গিয়ে ডলফিনের খেলা প্রথম প্রত্যক্ষ করেন। মাহাবুবুর রহমান নামের এক সার্ফার ডলফিনের ওই খেলার দৃশ্য ভিডিও করেন। যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
[৪] কলাতলী পয়েন্টে কথা হয় দরিয়ানগর এলাকার বাসিন্দা আবুল কাশেমের সঙ্গে। তিনি জানান, এখন প্রতিদিনই ডলফিনের দল কলাতলী পয়েন্টের নীল জলে খেলা করছে। এছাড়া বালিয়াড়িতে লাল কাঁকড়া ও সমুদ্র লতার সমারোহ চর্তুদিকে। যার ফলে সৈকতে ফিরে এসেছে প্রাকৃতিক পরিবেশ। স্থানীয়রা জানান, গত ৩ দশকে কক্সবাজার সমুদ্র সৈকতে এমন বিরল দৃশ্য আর দেখি নাই। সম্পাদনা: জেরিন আহমেদ