শিরোনাম
◈ দিল্লিতে বসে থাকা ‘বোন’ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান: মোদিকে আসাদুদ্দিন ওয়াইসি ◈ ভেনেজুয়েলায় মার্কিন হামলা, এবার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া ◈ নির্বাচন সামনে রেখে দেশজুড়ে যৌথবাহিনীর অভিযান শুরু ◈ যশোরে বিএনপি নেতা আলমগীর হত্যা: জামাতা পরশসহ দুইজন গ্রেপ্তার ◈ সি‌লেট টাইটান্স‌কে হা‌রি‌য়ে চট্টগ্রাম পয়েন্ট টেবিলের শীর্ষে  ◈ বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, দ‌লে নেই শান্ত ও জাকের  ◈ তিন কারণে ভারত থে‌কে বিশ্বকাপের ম‍্যাচ সরানো সম্ভব নয়: আনন্দবাজা‌রের প্রতি‌বেদন ◈ বগুড়া-২ আসনে মনোনয়ন বাতিলকে ‘অস্বাভাবিক ও অগ্রহণযোগ্য’ বললেন মান্না ◈ সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় আটক ২৭৩ ◈ আরও বাড়ল এলপি গ্যাসের দাম

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২০, ১১:২৬ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০২০, ১১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোভাইরোলজি পিসিআর মেশিন প্রস্তুত, সোমবার থেকেই শুরু হবে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা

শাহীন খন্দকার : [২] স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোভাইলোজি বিভাগের প্রধান এর নেতৃত্বে টেকনোলজিষ্টরা সেখানে কাজ করছে, কোভিড-১৯ পরীক্ষায়। ইতোমধ্যে টেকনোলজিষ্টদের অনলাইনে এবং প্রাতিষ্ঠানিকভাবে প্রশিক্ষণ দেয়া হয়েছে এবং ট্রেনিং চলমান বলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা নিশ্চিত করেছেন।

[৩] তিনি জানান, রাজশাহী ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এখন ভাইরোলজি বিভাগের চারটি কক্ষে ল্যাব পিসিআর মেশিন স্থাপনের কাজ চলছে যা শেষের পথে। মঙ্গলবার মেশিন হেন্ডিলিংয়ের করা হলেই যে কোন দিন করোনা ভাইরাসের পরীক্ষা শুরু হবে সেখানে। তবে প্রশিক্ষিত লোকবলের কারনেই দেরী হচ্ছে। তবে আপাতত মাইক্রোভাইরোলজি বিভাগের ল্যাবেই অবকাঠামোর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এসব মেশিনে পরীক্ষা নিরিক্ষার কাজ করবেন হাসপাতালের মাইক্রোভাইরোলজি বিভাগে প্রধানের নেতৃত্বে।

[৪] এছাড়াও ঢাকা বিভাগের ৬টি ল্যাবের মধ্যে ৩টি ল্যাবে ইতিমধ্যে কোভিড-১৯ নমুনা পরীক্ষার ফলাফল ও দিয়েছে । এর মধ্যে আইডিসিআর, আইপিএইচ, ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন, আইসিডিডিআরবি, শিশু হাসপাতালস্থ Child Health Research Foundation এবং indeSHi নামে একটি বিজ্ঞান ভিত্তিক অলাভজনক স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান PCR Test করার জন্য প্রস্তুত বলে জানালেন।

[৫] এছাড়াও শীঘ্রই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বিএসএমএমইউ, আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অফ প্যাথলজি এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পিসিআর ল্যাবরোটরী প্রস্তুত করা হচ্ছে। ঢাকার বাহিরে প্রতিটি বিভাগে পিসিআর টেস্ট সম্প্রসারণের পদক্ষেপ নেয়া হয়েছে। সেই সাথে চট্টগ্রামে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রফিক্যাল মেডিসিন এন্ড ইনফেকসাস ডিজিজেস হাসপাতালে ইতিমধ্যে পরীক্ষা শুরু হয়েছে এবং বেশ কিছু নমুনা পরীক্ষা করেছে ফলাফলও তারা দিয়েছে কোভিড-১৯ বলে জানালেন অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। কক্সবাজারেও আইইডিসিআরের পরিচালনায় আরেকটি ল্যাব প্রক্রিয়াধীন বলে নিশ্চিত করেন।

[৬] এদিকে সিলেট খুলনা বরিশাল এই তিনটি বিভাগেও ভাইরোলজি বিভাগে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা কার্যক্রমের জন্য ল্যাব প্রক্রিয়াধীন রয়েছে। আরও কিছু মেশিন এসে গেলেই কাজ শুরু হয়ে যাবে। অতিরিক্ত মহাপরিচালক বলেন, প্রশ্নের জবাবে বলেন তিন ঘণ্টার মধ্যে রিপোর্ট দেওয়া হবে। আমাদের লক্ষ্য প্রান্তিক পর্যায় থেকে পরীক্ষা করা।

[৭] এই লক্ষ্যে সোমবার থেকে তৃতীয়বারের মতো উপজেল, জেলা মেডিকেল কলেজের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের টেকনোলজিষ্টদের মাধ্যমে নমুনা সংগ্রহ ও পরিবহন এর বিষয়ে অনলাইন প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়