শিরোনাম
◈ একপাক্ষিক নির্বাচনের শঙ্কা জামায়াত- এনসিপির, কী বলছে ইসি? ◈ স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভি ফুটেজে যা দেখা গেল (ভিডিও) ◈ এলপিজি নিয়ে সংকট: বৃহস্পতিবার থেকে বিক্রি বন্ধের হুঁশিয়ারি ব্যবসায়ী সমিতির ◈ জকসু নির্বাচনে শীর্ষ তিন পদেই ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জয় ◈ বি‌পিএল, সিলেট টাইটান্স‌কে হারিয়ে আবার শী‌র্ষে চট্টগ্রাম রয়‌্যালস ◈ ট্রাম্প ভেনেজুয়েলার যা করেছেন, চাইলে বাংলাদেশেও করুন, কিন্তু খেলোয়াড় কেন: জম্মু–কাশ্মীরের মুখ্যমন্ত্রী ◈ এবার লিটন দাসের চুক্তিও বাতিল করল ভারতীয় প্রতিষ্ঠান! ◈ বড় বাজারে অর্ডার কম, নতুন বাজারেও ধাক্কা: পোশাক রফতানিতে চ্যালেঞ্জ ◈ এবারের নির্বাচন লাইনচ্যুত রেলকে লাইনে ফেরানোর চেষ্টা: নির্বাচন কমিশনার সানাউল্লাহ ◈ রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২০, ০৪:৪০ সকাল
আপডেট : ৩০ মার্চ, ২০২০, ০৪:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিরোজপুরের কাউখালীতে করোনা মোকাবেলায় সন্ধ্যা নদে চালু করেছে ‘সেবার নৌকা’

তিমির চক্রবর্ত্তী: [২] উপজেলা প্রশাসনের উদ্যোগে চালু করা সেবার নৌকায় নদী তীরবর্তী ঘরবন্দী মানুষের দ্বারে পৌঁছে দেয়া হচ্ছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। ফলে সাধারণ মানুষ বিশেষ করে নদীভাঙা ও যোগাযোগ বিচ্ছিন্ন চরাঞ্চলের মানুষ খুব সহজেই ঘরে বসে নিত্যপ্রয়োজনীয় চাল, ডাল, তেল, লবণসহ খাদ্যসামগ্রী বিনামূল্যে পাচ্ছেন। প্রথম আলো
[৩] শনিবার বিকাল থেকে শহরের সন্ধ্যা নদী ঘাট থেকে এই সেবা চালু করা হয়। এ সময় কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা, উপজেলা চেয়ারম্যান আবু সাইদ মনু, ভাইস ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, সাবেক ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পল্টন, আওয়ামী লীগ সভাপতি আব্দুস শহীদ, থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল ইসলাম রাজিব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুল ইসলাম ও কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি আবদুল লতিফ খসরু প্রমুখ উপস্থিত ছিলেন।
[৪] উপজেলা প্রশাসন সূত্র জানায়, কাউখালীর সন্ধ্যা ও কচা নদী তীরবর্তী তিনটি ইউনিয়ন সয়না রঘুনাথপুর, আমড়াজুড়ি ও শিয়ালকাঠিতে তিনটি যান্ত্রিক নৌকায় চাল, ডাল, ওষুধসহ নানা খাদ্যসামগ্রী বিনামূল্যে বিতরণের জন্য এ সেবার নৌকা কাজ করবে। এ সেবার নৌকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. সাকিল তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল টিমও যুক্ত রয়েছেন। বরিশাল নিউজ
[৫] রোববার বিকাল থেকে সন্ধ্যা ও কচা নদী তীরবর্তী তিনটি ইউনিয়নে ঘরবন্দী মানুষকে এ সেবার নৌকার মাধ্যমে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হবে। এছাড়া চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হবে।
[৬] কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা জানান, করোনা মোকাবেলায় কাউখালী উপজেলা প্রশাসন নানা উদ্যোগ গ্রহণ করেছে। সেবার নৌকা আজ নতুন করে চালু করা হয়েছে। এতে নদীতীর ও চরে ঘরবন্দী প্রান্তিক মানুষকে খাদ্য ও চিকিৎসা সহায়তা দেয়া সম্ভব হবে। কালের কন্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়