শিরোনাম
◈ প্রথমবারের মতো জনপরিসরে বক্তব্য দিলেন জাইমা রহমান, যা বললেন তিনি (ভিডিও) ◈ চট্টগ্রাম-২ আসনে বিএনপি প্রার্থী সরোয়ারের প্রার্থিতা বাতিল ◈ মাদুরোকে তুলে নিতে ট্রাম্পকে সাহায্য করা সেই ‘গাদ্দার’ আসলে কে? ◈ গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রধান উপদেষ্টার সমর্থনের কারণ জানালো সরকার ◈ পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে সাভারে ২ জনের মরদেহ উদ্ধার ◈ ফাঁকা আসনে প্রার্থী ও যৌথ ইশতেহার চূড়ান্তের পথে ১০ দলীয় জোট ◈ যুক্তরাষ্ট্রকে অনায়াসেই হারাল বাংলাদেশ ◈ ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য বড় দুঃসংবাদ ◈ রোহিঙ্গা সংকট: আদালতের রায় নয়, প্রত্যাবাসনই বড় চ্যালেঞ্জ ◈ পার্টি নিষিদ্ধ, ব্যক্তি নয়: লতিফ সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে ইসি মাছউদ

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২০, ১২:৪৬ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০২০, ১২:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পূর্বাচলে ২শ’ নকশা অনুমোদন, আগামী বছর বসবাসের উপযোগী হবে

সুজিৎ নন্দী : [২] পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্রায় ২৫ হাজার আবাসিক প্লটের মধ্যে ১৬ হাজারেরও বেশি প্লট হস্তান্তর করা হয়েছে। ইতোমধ্যে দেড় হাজারের ও বেশি নকশা অনুমোদনের অপেক্ষায় বাছাই কমিটিতে জমা আছে। আগামী মাস থেকে অনুমোদন শুরু হবে। রাজউকের চেয়ারম্যান সাঈদ নূর আলম বলেন, একদিকে উন্নয়ন কাজ এবং অন্যদিকে বাড়ি তৈরির কাজও চলছে। কয়েকটি ব্রিজ এবং রাস্তা নির্মাণের টেন্ডার খুব শিঘ্রই আহবান করা হবে এবং এ বছর কাজ শেষ হবে।

[৩] সূত্র জানায়, ১৯ নম্বর সেক্টরটি সিবিডি (ব্যবসায়িক ও বাণিজ্যিক অঞ্চল) এলাকা হিসেবে নির্ধারণ করা হয়েছিল। এই এলাকার প্রায় ১০০ একর জমি বরাদ্দ পেয়েছে ‘কনসোর্টিয়াম অব পাওয়ার প্যাক হোল্ডিংস লিমিটেড অ্যান্ড কাজিমা করপোরেশন’। তাদের এখানে ১০০ থেকে ১৪২ তলা আইকনিক টাওয়ার নির্মাণ হবে। বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের কাছ থেকে উচ্চতার ছাড়পত্র ও সেখানকার মাটি এমন ভবনের উপযোগী কি না, তা চুড়ান্ত নিশ্চিত করা হচ্ছে।

[৪] রাজউক সূত্র জানায়, সংশোধনীর শেষ পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৩টি থেকে বাড়িয়ে ১৬টি, হাসপাতাল ও ক্লিনিকের সংখ্যা ২৭টি থেকে ৪৪টি, গবেষণা ও শিক্ষাসংক্রান্ত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউটের সংখ্যা ৫টি থেকে ২১টি, মাধ্যমিক স্কুল ও কলেজের সংখ্যা ৬টি থেকে ২৮টি করা হয়েছে। তবে নার্সারি ও প্রাইমারি স্কুলের সংখ্যা কমেছে।

[৫] সূত্র জানায়, প্রকল্পটি পাসের পর রাজউক ২০০৪, ২০০৫, ২০০৯ ও ২০১৩ সালে এর নকশা সংশোধন করে। এর পর নকশায় আর কোনো পরিবর্তন আনতে গেলে আদালতের পূর্বানুমতির নির্দেশনা ছিল। পরবর্তিতে ২০১৭ সালে নকশা সংশোধনের উদ্যোগ নেয় রাজউক।

[৬] এ সময় প্রায় ১শ’ একর জায়গায় ‘আইকনিক টাওয়ার’, আবাসিক প্লটের সংখ্যা বাড়ানো, প্রাতিষ্ঠানিক প্লট ছোট করা, হাসপাতাল ও ক্লিনিকের সংখ্যা বৃদ্ধিসহ পরিবর্তন আনা হয়। এতে মাঠ, উন্মুক্ত স্থান কমানোর পাশাপাশি ব্যবসায়িক ও বাণিজ্যিক অঞ্চল এলাকার কিছু সমস্যা হয়েছে বলে রাজউকের একাধিক সূত্র জানায়।

[৭] জানা যায়, নকশার পঞ্চম সংশোধনীতে আবাসিক প্লটের সংখ্যা ২৫ হাজার ১৬ থেকে বাড়িয়ে ২৫ হাজার ৯১ করা হয়। এতে ৩ কাঠার ৬০টি, ৫ কাঠার ১৪টি ও ১০ কাঠার ১টিসহ মোট ৭৫টি প্লট বাড়ানো হয়েছে এবং তা বরাদ্দ দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়