বাবুল আক্তার, যশোর প্রতিনিধি: [২] উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান দৈনিক মুঠোফোনে জানিয়েছেন, উপজেলায় মোট ১২শ’ বিদেশ ফেরত নাগরিক আছে। তার ভেতরে ২০৫ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল।
[৩] ইতিমধ্যে ১০৫ জনের মেয়াদ শেষ হয়েছে। তারা সকলেই সুস্থ আছেন। এছাড়া কারও ভেতরে করোনার কোন লক্ষণ দেখা যায়নি বা কাউকে শনাক্ত করা হয়নি।
[৪] তিনি আরো জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ টি আইসোলেশন বেড ও ২০০ টি কোয়ারেন্টাইন বেড রাখা হয়েছে। এছাড়া পার্শ্ববর্তী এমএল পাইলট সরকারি হাই স্কুলে কর্তৃপক্ষের সাথে কথা বলে রাখা হয়েছে। যদি সার্বিক পরিস্থিতির অবনতি হয় এবং করোনার আক্রান্তে সংখ্যা বেশী হয়, সেক্ষেত্রে সেখানে কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হবে। সম্পাদনা: জেরিন আহমেদ