শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২০, ১১:১৭ দুপুর
আপডেট : ২৯ মার্চ, ২০২০, ১১:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৫০ থানা এলাকায় প্রতিদিন আড়াই হাজার মানুষকে খাবার দিচ্ছে পুলিশ

ইসমাঈল হুসাইন ইমু : [২] ডিএমপির মিডিয়া সেন্টারের ডিসি মাসুদুর রহমান জানান, ‘মানুষ মানুষের জন্য’ এই মহান মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে ছিন্নমূল শিশু ও দুঃস্থ নাগরিকগণের পাশে দাঁড়াচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। প্রতিদিন দুই হাজার পাঁচশ জনের খাবার সরবরাহ করছে ডিএমপি।

[৩] ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম এর আন্তরিক প্রচেষ্টায় রোববার থেকে রাজধানীর ৫০টি থানায় প্রতিদিন দুই হাজার পাঁচশত ছিন্নমূল মানুষকে এক বেলা করে খাবার সরবরাহ করা হচ্ছে।

[৪] রমনা থানা এলাকায় ফুটপাতে থাকা এক বৃদ্ধা পুলিশের এই খাবার পেয়ে আনন্দে উদ্বেলিত হয়ে পড়েন। তিনি পুলিশকে বলছিলেন, রাস্তায় মানুষ-জন নেই, আমরাও ঠিকমতো খেতে পারছিনা, পুলিশের এই খাবার পেয়ে আমি খুব খুশি। দোয়া করি, আল্লাহ্ যেন তোদের ভাল করে।

[৫] ঢাকা মেট্রোপলিটন পুলিশ পরিবারের পক্ষ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত প্রতিদিন দুপুরে ডিএমপির প্রতিটি থানায় ৫০ জন করে মোট পঁচিশশত ছিন্নমূল শিশু ও দুঃস্থ নাগরিকদের মধ্যে প্যাকেটে করে এই খাবার পৌঁছে দেওয়া হবে।

[৬] শাহবাগ থানার ওসি আবুল হাসান জানান, তার থানা এলাকায় ৫০ জনকে খাবার দেয়া হয়েছে। হাতিরঝিল থানার ওসি আব্দুর রশিদ তার এলাকায় তিনশ’ ছিন্নমুল মানুষকে খাবার সরবরাহের কথা জানান। এছাড়া ধানমন্ডি থানার ওসি হুমায়ুন কবির জানান, রাতে ৫০জনকে খাবার দেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়