শিরোনাম
◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল ◈ ভারতের ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা এক‌টি হাসপাতা‌লে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান করলেন ◈ হাসিনা বিরোধীদের দমন করতেন হিটলারের মতো: ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান ◈ যমুনা অভিমুখে বেসরকারি প্রাথমিক শিক্ষকরা, পুলিশের জলকামান–সাউন্ড গ্রেনেড নিক্ষেপ (ভিডিও) ◈ বিবিএসের নামসহ বদলে যাচ্ছে অনেক কিছু, আসছে আমূল পরিবর্তন ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও গভীর বাণিজ্যিক সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা ◈ তিতুমীরের সামনে রাস্তা আটকে বিক্ষোভ, মহাখালীতে যানজট ◈ মোবাইল নেটওয়ার্কে ইয়াবার হোম ডেলিভারি: উত্তরা-তুরাগ মাদক সিন্ডিকেটে অতিষ্ঠ নগরবাসী ◈ পেলেকে ছাড়িয়ে গে‌লেন, রেকর্ড ১৮ কোটি ২৬ লাখ টাকায় বিক্রি মেসির কার্ড

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২০, ১১:১৭ দুপুর
আপডেট : ২৯ মার্চ, ২০২০, ১১:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৫০ থানা এলাকায় প্রতিদিন আড়াই হাজার মানুষকে খাবার দিচ্ছে পুলিশ

ইসমাঈল হুসাইন ইমু : [২] ডিএমপির মিডিয়া সেন্টারের ডিসি মাসুদুর রহমান জানান, ‘মানুষ মানুষের জন্য’ এই মহান মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে ছিন্নমূল শিশু ও দুঃস্থ নাগরিকগণের পাশে দাঁড়াচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। প্রতিদিন দুই হাজার পাঁচশ জনের খাবার সরবরাহ করছে ডিএমপি।

[৩] ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম এর আন্তরিক প্রচেষ্টায় রোববার থেকে রাজধানীর ৫০টি থানায় প্রতিদিন দুই হাজার পাঁচশত ছিন্নমূল মানুষকে এক বেলা করে খাবার সরবরাহ করা হচ্ছে।

[৪] রমনা থানা এলাকায় ফুটপাতে থাকা এক বৃদ্ধা পুলিশের এই খাবার পেয়ে আনন্দে উদ্বেলিত হয়ে পড়েন। তিনি পুলিশকে বলছিলেন, রাস্তায় মানুষ-জন নেই, আমরাও ঠিকমতো খেতে পারছিনা, পুলিশের এই খাবার পেয়ে আমি খুব খুশি। দোয়া করি, আল্লাহ্ যেন তোদের ভাল করে।

[৫] ঢাকা মেট্রোপলিটন পুলিশ পরিবারের পক্ষ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত প্রতিদিন দুপুরে ডিএমপির প্রতিটি থানায় ৫০ জন করে মোট পঁচিশশত ছিন্নমূল শিশু ও দুঃস্থ নাগরিকদের মধ্যে প্যাকেটে করে এই খাবার পৌঁছে দেওয়া হবে।

[৬] শাহবাগ থানার ওসি আবুল হাসান জানান, তার থানা এলাকায় ৫০ জনকে খাবার দেয়া হয়েছে। হাতিরঝিল থানার ওসি আব্দুর রশিদ তার এলাকায় তিনশ’ ছিন্নমুল মানুষকে খাবার সরবরাহের কথা জানান। এছাড়া ধানমন্ডি থানার ওসি হুমায়ুন কবির জানান, রাতে ৫০জনকে খাবার দেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়