শিরোনাম
◈ প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ২ প্রতিনিধির  বৈঠক চলছে  ◈ বাংলাদেশি নাবিকসহ তেলবাহী জাহাজ আটক করল ইরান ◈ ইউএনওকে গ্রেপ্তারের হুমকি দিয়ে বিপাকে পড়ে ক্ষমা চাইলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা (ভিডিও) ◈ চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব: বাংলাদেশসহ চার দেশে লেভেল–২ ভ্রমণ সতর্কতা জারি সিডিসির ◈ টেকনাফ সীমান্তে মিয়ানমারের মর্টারশেল–গুলিতে কেঁপে উঠল বসতঘর, আতঙ্কে সীমান্তবাসী ◈ ভোটের রাজনীতিতে পবিবেশ নিয়ে শঙ্কা ◈ এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে স্বর্ণপদক জয় কর‌লেন বাংলাদেশের চৈ‌তি রাণী দেব ◈ আসন্ন বিশ্বকাপ ফুটব‌লের ফাইনালের প্রিমিয়াম টিকেট বিক্রি হচ্ছে ৯ হাজার ডলারে  ◈ স্টেডিয়াম পুড়িয়ে ক্লাবের বাজে পারফরম্যান্সরে ক্ষোভ মেটালো সমর্থক ◈ কেরানীগঞ্জের বাবুবাজারে বহুতল ভবনে আগুন: ৪২ জনকে জীবিত উদ্ধার, নিয়ন্ত্রণে সেনা-বিজিবিসহ ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২০, ১১:১৭ দুপুর
আপডেট : ২৯ মার্চ, ২০২০, ১১:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৫০ থানা এলাকায় প্রতিদিন আড়াই হাজার মানুষকে খাবার দিচ্ছে পুলিশ

ইসমাঈল হুসাইন ইমু : [২] ডিএমপির মিডিয়া সেন্টারের ডিসি মাসুদুর রহমান জানান, ‘মানুষ মানুষের জন্য’ এই মহান মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে ছিন্নমূল শিশু ও দুঃস্থ নাগরিকগণের পাশে দাঁড়াচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। প্রতিদিন দুই হাজার পাঁচশ জনের খাবার সরবরাহ করছে ডিএমপি।

[৩] ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম এর আন্তরিক প্রচেষ্টায় রোববার থেকে রাজধানীর ৫০টি থানায় প্রতিদিন দুই হাজার পাঁচশত ছিন্নমূল মানুষকে এক বেলা করে খাবার সরবরাহ করা হচ্ছে।

[৪] রমনা থানা এলাকায় ফুটপাতে থাকা এক বৃদ্ধা পুলিশের এই খাবার পেয়ে আনন্দে উদ্বেলিত হয়ে পড়েন। তিনি পুলিশকে বলছিলেন, রাস্তায় মানুষ-জন নেই, আমরাও ঠিকমতো খেতে পারছিনা, পুলিশের এই খাবার পেয়ে আমি খুব খুশি। দোয়া করি, আল্লাহ্ যেন তোদের ভাল করে।

[৫] ঢাকা মেট্রোপলিটন পুলিশ পরিবারের পক্ষ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত প্রতিদিন দুপুরে ডিএমপির প্রতিটি থানায় ৫০ জন করে মোট পঁচিশশত ছিন্নমূল শিশু ও দুঃস্থ নাগরিকদের মধ্যে প্যাকেটে করে এই খাবার পৌঁছে দেওয়া হবে।

[৬] শাহবাগ থানার ওসি আবুল হাসান জানান, তার থানা এলাকায় ৫০ জনকে খাবার দেয়া হয়েছে। হাতিরঝিল থানার ওসি আব্দুর রশিদ তার এলাকায় তিনশ’ ছিন্নমুল মানুষকে খাবার সরবরাহের কথা জানান। এছাড়া ধানমন্ডি থানার ওসি হুমায়ুন কবির জানান, রাতে ৫০জনকে খাবার দেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়