শিরোনাম
◈ বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধান উপদেষ্টা ◈ ‘পছন্দ না হলে মাজারে নাও আসতে পারেন, আঘাত-ভাঙচুর গ্রহণযোগ্য নয়’ ◈ জনসভা ছাড়িয়ে নিউজফিড: কেন সামাজিক মাধ্যমই এবারের নির্বাচনের মূল ময়দান ◈ উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চাই, বেকারত্ব দূর করবো: ডা. শফিকুর রহমান ◈ বিএনপি চাইলে ঢাকা শহরে জামায়াতের কোনো প্রার্থীই রাস্তায় নামতে পারবে না: ইশরাক হোসেন ◈ সংসদ নির্বাচন এবং গণভোটের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ইসির ◈ এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার ২৭৮, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ◈ নতুন পে-স্কেল, রাজস্ব ঘাটতি ও উচ্চ মূল্যস্ফীতি: পরবর্তী সরকার আর্থিক চাপে পড়বে ◈ আগামী ১২ ফেব্রুয়ারির ভোট ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে: মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ আইসিসিকে ফের চিঠি বিসিবির, নিরপেক্ষ কমিটিতে দাবি পাঠানোর অনু‌রোধ

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২০, ১১:১৭ দুপুর
আপডেট : ২৯ মার্চ, ২০২০, ১১:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৫০ থানা এলাকায় প্রতিদিন আড়াই হাজার মানুষকে খাবার দিচ্ছে পুলিশ

ইসমাঈল হুসাইন ইমু : [২] ডিএমপির মিডিয়া সেন্টারের ডিসি মাসুদুর রহমান জানান, ‘মানুষ মানুষের জন্য’ এই মহান মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে ছিন্নমূল শিশু ও দুঃস্থ নাগরিকগণের পাশে দাঁড়াচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। প্রতিদিন দুই হাজার পাঁচশ জনের খাবার সরবরাহ করছে ডিএমপি।

[৩] ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম এর আন্তরিক প্রচেষ্টায় রোববার থেকে রাজধানীর ৫০টি থানায় প্রতিদিন দুই হাজার পাঁচশত ছিন্নমূল মানুষকে এক বেলা করে খাবার সরবরাহ করা হচ্ছে।

[৪] রমনা থানা এলাকায় ফুটপাতে থাকা এক বৃদ্ধা পুলিশের এই খাবার পেয়ে আনন্দে উদ্বেলিত হয়ে পড়েন। তিনি পুলিশকে বলছিলেন, রাস্তায় মানুষ-জন নেই, আমরাও ঠিকমতো খেতে পারছিনা, পুলিশের এই খাবার পেয়ে আমি খুব খুশি। দোয়া করি, আল্লাহ্ যেন তোদের ভাল করে।

[৫] ঢাকা মেট্রোপলিটন পুলিশ পরিবারের পক্ষ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত প্রতিদিন দুপুরে ডিএমপির প্রতিটি থানায় ৫০ জন করে মোট পঁচিশশত ছিন্নমূল শিশু ও দুঃস্থ নাগরিকদের মধ্যে প্যাকেটে করে এই খাবার পৌঁছে দেওয়া হবে।

[৬] শাহবাগ থানার ওসি আবুল হাসান জানান, তার থানা এলাকায় ৫০ জনকে খাবার দেয়া হয়েছে। হাতিরঝিল থানার ওসি আব্দুর রশিদ তার এলাকায় তিনশ’ ছিন্নমুল মানুষকে খাবার সরবরাহের কথা জানান। এছাড়া ধানমন্ডি থানার ওসি হুমায়ুন কবির জানান, রাতে ৫০জনকে খাবার দেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়