শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট পড়েছে ৬০.৭ শতাংশ ◈ তীব্র তাপদাহে স্কুল খোলার সিদ্ধান্ত গণবিরোধী: বিএনপি ◈ রোহিঙ্গা সংকট মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ-থাইল্যান্ড: পররাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী ◈ বিএনপি দিনের আলোতে রাতের অন্ধকার দেখে: ওবায়দুল কাদের ◈ উপজেলা নির্বাচনে হার্ডলাইনে বিএনপি, ৭৩ নেতা বহিষ্কার ◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন 

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২০, ০৭:০৬ সকাল
আপডেট : ২৯ মার্চ, ২০২০, ০৭:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সংকট মূহুর্তে খাদ্য সরবরাহ নিরবিচ্ছিন্ন ও বাজার মূল্য স্থিতিশীল রাখতে খাদ্য বিভাগ কাজ করছে

আনিস তপন : [২] খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের নির্দেশে এই ব্যবস্থা নেয়া হয়েছে। রোববার নীলফামারী জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন অভি এ তথ্য জানান।

[৩] তিনি বলেন, সরকার সাধারণ ছুটি ঘোষণা করলেও খাদ্য অধিদপ্তেরর সব কর্মকর্তা-কর্মচারী কর্মস্থলে উপস্থিত থেকে করোনা ভাইরাস প্রতিরোধে জনগণের জন্য কাজ করার নির্দেশনা দেয়া হয়েছে।

[৪] কাজী সাইফুদ্দিন বলেন, খাদ্য সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখতে তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। হতদরিদ্রদের জন্য প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী খাদ্যবান্ধব কর্মসূচিতে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি, ওএমএস এর আওতায় স্বল্পমূল্যে চাল ও আটা বিক্রি, জরুরি খাদ্যশস্য পরিবহন, গুদামজাতকরণ, বিলি-বিতরণ, বাজারদর মনিটরিং, রাইস মিল পরিদর্শনসহ সব ধরনের কাজ চলমান রয়েছে।

[৫] তিনি জানান, হতদরিদ্রদের জন্য প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী খাদ্যবান্ধব কর্মসূচিতে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি, ওএমএস এর আওতায় স্বল্পমূল্যে চাল ও আটা বিক্রি, জরুরি খাদ্যশস্য পরিবহন, গুদামজাতকরণ, বিলি-বিতরণ, বাজারদর মনিটরিং, রাইস মিল পরিদর্শনসহ সব ধরনের কাজ চলমান রয়েছে।

[৬] সিএসডি, এলএসডির শ্রমিকরাও মাথার ঘাম পায়ে ফেলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করছেন বলেও জানান তিনি। সম্পাদনা : শাহানুজ্জামান টিটু

  • সর্বশেষ
  • জনপ্রিয়