তপু সরকার, শেরপুর প্রতিনিধি : [২] কামরুল হাছান মিল্টন বাংলাদেশী বংশদ্ভোত ,কানাডিয়ান নাগরিক তিনি বললেন গৃহবন্দি জীবনের ১৪ দিন পার করলাম।সারা পৃথিবীর মতো আমি যে (Montreal) শহরে বাস করি ।
[৩] এখানকার মানুষও করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত।প্রশাসনের সকল প্রচেস্টা সত্বেও কিছু দায়িত্বজ্ঞানহীন মানুষের জন্য আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে।সরকার ও স্হানীয় প্রশাসন প্রতিদিনই নাগরিকদের জন্য নতুন নতুন প্রনোদনা ঘোষনা করছেন যাতে করে বিশেষ প্রয়োজন ছাড়া সবাই ঘরেই অবস্থান করে।
[৪] তারপরও করোনা ভাইরাসের নতুন নতুন সংক্রমন থামানো যাচ্ছেনা।সাড়ে তিন কোটি মানুষের কানাডাতে এখন (Friday Night) সংক্রমিত রোগীর সংখ্যা ৪৬৮৯ আর মৃতের সংখ্যা ৫৩।এরপরও Canada সরকারের নানামুখী পদক্ষেপ প্রতিটি নাগরিকেক আশ্বস্ত করে “যেকোন প্রয়োজনে আমরা তোমাদের পাশেই আছি”
[৫] সবশেষ খবর অনুযায়ী সতের আঠার কোটি মানুষের বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ৪৮ আর মৃত ৫ জন এই পরিসংখ্যান সত্যিই প্রশংসার দাবিদার। পৃথিবীর প্রায় সব দেশ যার যার সাধ্যমতো মতো চেষ্টা করছে করোনা ভাইরাস নামক এই শত্রূর সাথে । আর এই যুদ্ধ করে জয়ী হতে বাংলাদেশও এর থেকে ব্যাতিক্রম না। সম্পাদনা: জেরিন আহমেদ