শিরোনাম
◈ বাংলাদেশ-ভারত সম্পর্ক হবে গঠনমূলক ও ভবিষ্যতমুখী: হাইকমিশনার প্রণয় ভার্মা ◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২০, ০৯:১৪ সকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২০, ০৯:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা আক্রান্ত রোগীদের সেবা দেয়ার জন্য উন্মুক্ত করা হলো কুমিল্লা স্টেডিয়াম

মাহফুজ নান্টু,  কুমিল্লা প্রতিনিধি : [২] যদি কুমিল্লায় করোনা সংক্রমণ হয় সেক্ষেত্রে কুমিল্লা স্টেডিয়ামের ইনডোর ও মহানগর আওয়ামীলীগের অফিস ব্যবহার করার জন্য সিদ্ধান্ত দিয়েছেন কুমিল্লা সদর আসনের সাংসদ মহানগর আওয়ামীলীগ সভাপতি হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার। আজ শনিবার বেলা ১২ টায় কুমিল্লা সার্কিট হাউজে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

[৩] সভায় কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর জানান, যদি কেউ করোনায় আক্রান্ত হয় সেক্ষেত্রে হসপিটালের পরেও যদি বাড়তি স্থানের প্রয়োজন হয় তাহলে আমাদেরকে কুমিল্লা ইনডোর স্টেডিয়াম, মহানগর আওয়ামীলীগ অফিস ব্যবহারের অনুমতি দিয়েছেন সাংসদ মহোদয়। আমরা সেবা প্রদানের জন্য ১৮ টিম প্রস্তুত রয়েছি।

[৪] সিভিল সার্জন নিয়াতুজ্জামান বলেন, করোনা প্রতিরোধে আমাদের প্রস্তুতি রয়েছে। আমরা সব বিষয়ে সাংসদ মহোদয়কে বলেছি। সাংসদ মহোদয় আমাদেরকে নিয়ে দীর্ঘ সময় নিয়ে বৈঠক করেছেন। আমরা বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘ সময় কথা বলেছি। এমপি মহোদয় করোনা সংক্রমন রোগীদের বিষয়ে সেবা প্রদানে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

[৫] সভায় সিদ্ধান্তের বিষয়ে সাংসদ বীরমুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার বলেন, আমি জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জনসহ অন্যান্য চিকিৎসক নেতাদের নিয়ে বৈঠক করেছি। আমাদের ১শ টি আইসোলেশন প্রস্তুত রয়েছে। আমরা সম্ভাব্য হসপিটালগুলোকে প্রস্তুত রেখেছি। ইনশাল্লাহ করোনা মোকাবেলায় আমরা প্রস্তুত রয়েছি ।

[৬] সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা.মজিবুর রহমান, বিএমএ'র সভাপতি চিকিৎসক নেতা আবদুল বাকি আনিস, স্বাচিপরে সাধারণ সম্পাদক মোর্শেদুল আলম, ডা. জসিম উদ্দিন, ডেপুটি সিভিল সার্জন ডা. শাহাদত,ডা. সোহেলসহ অন্যান্যরা। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়