মোহাম্মদ হোসেন, হাটহাজারী প্রতিনিধি: [২] সারা দেশের মত হাটহাজারীতে তৃতীয় দিনের চলছে লকডাউন।
[৩] উত্তর চট্টগ্রামের ব্যস্ততম সড়ক হাটহাজারী - নাজিরহাট সড়কের হাটহাজারী বাজার ও রাঙামাটি সড়ক বর্তমান চিত্র। প্রধান সড়কের সাথে সংযোগ পৌরসভা(কাচারী) সড়কে আগের মত এখন নেই সেই রকম কর্মব্যস্ততা। ফার্মেসী ও কিছু খাদ্যের দোকান ছাড়া শপিং মল থেকে শুরু করে সব দোকান বন্ধ রয়েছে।
[৪] পৌর এলাকা ও উপজেলার প্রতি ইউনিয়নে উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন ও সহকারী কমিশনার (ভুমি)বাজার মনিটরিং করতে দেখা যায়। মানুষ জরুরী কাজ ছাড়া অযেতা যাতে ঘুরাফেরা না করে সে ব্যাপারেও অভিযান চলছে।
নির্বাহী ম্যাজিষ্ট্রেটকে সহযোগিতা করছেন সেনাবাহিনী ও পুলিশ। সম্পাদনা: জেরিন আহমেদ