শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২০, ১০:৪৭ দুপুর
আপডেট : ২৮ মার্চ, ২০২০, ১০:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মির্জাপুরে অতি মুনাফালোভী দুই ব্যবসায়ীকে জরিমানা

মাজহারুল শিপলু, মির্জাপুর প্রতিনিধিঃ [২] টাঙ্গাইলের মির্জাপুরে দ্রব্যমূল্যের দাম বেশি রাখায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়। জরিমানা প্রাপ্তরা হলেন, চাল ব্যবসায়ী পাপ্পু সাহা (৪০) ও ব্যবসায়ী মধুচরণ (৬২)।
[৩] জানা গেছে, শুক্রবার বিকেলে অভিযোগের ভিত্তিতে চালে ন্যায্য মূল্যের চেয়ে বেশি দাম রাখায় মির্জাপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চাল ব্যবসায়ী পাপ্পু সাহাকে ১০ হাজার টাকা জরিমানা দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল মালেক।
অপরদিকে উপজেলার পাকুল্যা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পণ্যের দাম বাড়তি ও পণ্যের মূল্য তালিকা না টাঙানোর দায়ে ব্যবসায়ী মধুচরণকে ৭ হাজার টাকা জরিমানা দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন।

[৪] এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক জানান, দ্রব্যমূল্যের দাম বেশি রাখায় দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। আজকে অভিযান শেষে বিদেশ ফেরতদের বেশ কয়েকটি হোম কোয়ারেন্টিন নিশ্চিত করে উপজেলার মহেড়া, ছাওয়ালী, হাট ফতেপুর বাজার, বানিয়ারা এলাকায় টহল দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়