তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি: [২] শত শত নলক‚প পানিশূন্য হয়ে পড়ায় বাধ্য হয়ে দূর-দূরান্ত থেকে সবাইকে খাবার পানি সংগ্রহ করতে হচ্ছে। গ্রীষ্মের শুরুতেই আশঙ্কাজনকভাবে পানির স্তর নেমে যাওয়ায় কিশোরগঞ্জে দেখা দিয়েছে পানির কষ্ট।
[৩] কোথাও দু’একটি নলক‚প থেকে পানি উঠলেও সেখানে দীর্ঘ লাইন। ঘণ্টার পর ঘণ্টা মোটর চালু থাকলেও পানি না ওঠায় গরমে অনেক মোটর নষ্ট হয়ে যাচ্ছে। আগামী বর্ষা মওসুম না আসা পর্যন্ত এ সঙ্কট থাকবে বলে জানা গেছে।
[৪] জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর জানায়, কিশোরগঞ্জ জেলায় সরকারি ৬৫ থেকে ৭০ হাজার ফুট গভীর ও অগভীর নলক‚প রয়েছে। এছাড়া ব্যক্তি মালিকানায় রয়েছে আরো পাঁচগুণ বেশি নলক‚প। ব্যক্তি পর্যায়ের সেলুটিউবওয়েল দিয়ে কৃষিকাজের জন্য অতিমাত্রায় উত্তোলন করা হচ্ছে ভূগর্ভস্থ পানি। ফলে পানির স্তর (লেয়ার) নিচে নেমে গেছে।
[৫] কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে সেচপাম্প ও এলএলবি সেচপাম্পের মাধ্যমে বোরো চাষাবাদসহ শাক, সবজি চাষাবাদে পানি সরবরাহ দেওয়া হচ্ছে। অপরদিকে পুকুর, হাওর বিল, খাল শুকিয়ে যাওয়ার কারণে পানির স্তর আশঙ্কাজনকভাবে নিচে নেমে গেছে। ফলে বাসা বাড়ির ব্যবহার্য নলক‚পে পানি পাওয়া যাচ্ছে না। বৃষ্টির পানি ধরে রাখাসহ ভূপৃষ্ঠের পানি ব্যবহারে সবাইকে সচেতন হতে হবে। সম্পাদনা: আরিফ হোসেন