শিরোনাম
◈ ছুটির দিনে ভোটের মাঠে উত্তাপ, পাল্টাপাল্টি অভিযোগ আর আশ্বাস ◈ মনোমালিন্যের জেরে চট্টগ্রামে প্রেমিককে কুপিয়ে টুকরো টুকরো করল প্রেমিকা ◈ তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আসিফ মাহমুদের ◈ মিয়ানমারে বিয়ের অনুষ্ঠান ও দোয়া মাহফিলে জান্তার বিমান হামলা: নারী-শিশুসহ নিহত ২৭ ◈ আমেরিকা তাঁকে ১৫ মিনিট দিয়েছিল সিদ্ধান্ত নিতে – কথামতো চলো, নয়তো মরবে: ভিডিও ফাঁস ◈ যুক্তরাষ্ট্র-চীনের কূটনৈতিক লড়াই বাংলাদেশে কতটা প্রভাব ফেলবে? ◈ বিদেশে কর্মসংস্থান ও শিক্ষায় বাধায় বিপর্যস্ত প্রবাসী বাংলাদেশি ◈ দিল্লি থেকে অডিও বার্তায় বাংলাদেশ রাজনীতি নিয়ে বিস্ফোরক বক্তব্য শেখ হাসিনার ◈ হাসিনা আপার কর্মী-সমর্থকদের বিপদে ফেলে রেখে গেছেন, আমরা তাদের পাশে আছি : মির্জা ফখরুল ◈ অনূর্ধ্ব ১৯ বিশ্বকা‌পে যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার সিক্সে বাংলাদেশ

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০, ০৬:২৫ সকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২০, ০৬:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট, কলেজ শিক্ষিকা বরখাস্ত

বাংলাদেশ প্রতিদিন : [২] করোনাভাইরাস নিয়ে বিতর্কিত পোস্ট দেওয়ার অভিযোগে ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজের এক শিক্ষিকাকে বরখাস্ত করে আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ। পাশাপাশি সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী কেন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী সাত কার্যদিবসের মধ্যে জানাতে তাকে নোটিশও পাঠানো হয়েছে।

[৩] ওই শিক্ষিকার নাম কাজী জাকিয়া ফেরদৌসী। তিনি সহকারী অধ্যাপক হিসেবে ওই কলেজের ইংরেজি বিভাগে শিক্ষকতা করতেন। কলেজটির অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোহসেন গণমাধ্যমকে জানিয়েছেন, বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ আদেশ দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত এক আদেশে বুধবার তাকে সাময়িক বরখাস্ত করে শোকজ করা হয়।

[৪] বরখাস্তের আদেশে বলা হয়েছে, ‘দেশব্যাপী করোনাভাইরাস নিয়ন্ত্রণের জন্য সরকারের সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, দপ্তর, সংস্থা বর্তমানে বিভিন্ন পর্যায়ে সমন্বিতভাবে কার্যক্রম পরিচালনা করছে। এ অবস্থায় আপনি আপনার ফেসবুক আইডি থেকে নিজ নামে অনভিপ্রেত ও উস্কানিমূলক বক্তব্য ও ছবি পোস্ট করেছেন, যা সরকারের চলমান সমন্বিত কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’

[৫] শিক্ষা ক্যাডারের এ কর্মকর্তার আচরণকে ‘সরকারি ব্যবস্থাপনা ও জনস্বার্থ বিরোধী এবং শৃঙ্খলা পরিপন্থি’ আচরণ উল্লেখ করে একে অসদাচরণ হিসেবে গণ্য করা হয়েছে। ২৫ মার্চ থেকে কার্যকর এই আদেশে সরকার বলেছে, বরখাস্তকালীন তিনি বিধান মোতাবেক খোরপোষ ভাতা পাবেন এবং এ সময়ে তিনি নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের ‘গোচরে’ থাকবেন।

[৬] এ ব্যাপারে অধ্যাপক জাকিয়া ফেরদৌসী গণমাধ্যমকে জানিয়েছেন, পুরস্কার বা তিরস্কার আমাদের চাকরির একটি অংশ । ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত মেনে নিয়েছি। তবে ফেসবুক পোস্টের মাধ্যমে মেসেজটা দিতে দিতে ব্যর্থ হয়েছি। হয়তো আমার এই মেসেজ ভিন্ন অর্থ বহন করছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়