শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০, ০৬:১২ সকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২০, ০৬:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টঙ্গীতে রাস্তা ফাঁকা, যৌথবাহিনীর অভিযান চলছে

এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধি: [১] গাজীপুর টঙ্গীতে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে সেনাবাহিনী,পুলিশ ও আনসার সদস্য গাজীপুর মহানগরীর টঙ্গীতে টহল দেয়। বিনা কারণে মানুষকে রাস্তায় ঘোরাফেরা না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
[৩] সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে যৌথবাহিনীর টহল শুরুর পর থেকে রাস্তা ফাঁকা হয়ে যায়। রাস্তায় মানুষ না থাকায় অটোরিকশা, রিকশা এমনকি ভ্যানের সংখ্যাও কমে যায়।
[৪] এদিকে শহরে ফার্মেসি, মুদি ও কাঁচাবাজার ছাড়া সব দোকানপাট বন্ধ রয়েছে। তবে অকারণে সড়কে ঘোরাঘুরি করায় এখন পর্যন্ত কাউকে শাস্তি কিংবা জরিমানা করার খবর পাওয়া যায়নি।
[৫] সেনাবাহিনীর মেজর মাহফুজ বলেন, বৃহস্পতিবার সকাল থেকে গাজীপুরসহ টঙ্গীতেও টহল শুরু হয় আমাদের। বিনা কারণে রাস্তায় ঘোরাঘুরি করা অনেককে করোনাভাইরাস সম্পর্কে বুঝিয়ে ঘরে ফেরাতে সক্ষম হয়েছি আমরা। যারা অতি প্রয়োজনে রাস্তায় বের হয়েছেন তাদের মাস্ক ব্যবহার করতে বলা হয়েছে।তিনি আরও বলেন, জেলা প্রশাসকের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিষ্টেট,পুলিশ ও আনসার সদস্য রয়েছেন।
নির্বাহী ম্যাজিষ্টেট মোরশেদ আলম বলেন, টঙ্গীর এরশাদ নগর বস্তিতে হোম কোয়ারেন্টাইনে থাকা ১৬ ব্যক্তির অবস্থান পরিদর্শন করেন। তাদের প্রতি সার্বোক্ষনিক নজরদারী করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।টঙ্গী পূর্ব থানা পুলিশের পরিদর্শক আমিনুল ইসলাম জানান, বিনা কারণে কেউ বাইরে থাকলে তাদের বাড়িতে ফিরে যেতে বলা হচ্ছে। প্রতিটি পাড়া-মহল্লায় পুলিশের টহল টিম রয়েছে। এছাড়া করোনা প্রতিরোধে মাক্স বিতরণ করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়