ইসমাঈল আযহার: [২] করোনাভাইরাসের কারণে সম্প্রতি অনেক মুসল্লি ও ইমামকে মাস্ক পরে নামাজ আদায় করতে দেখা গেছে। অনেকেই জানতে চান -এভাবে মাস্ক পরে নামাজ পড়া বা পড়ানো যায়েজ কি না।
[৩] উত্তর: স্বাভাবিক অবস্থায় অকারণে নাক-মুখ কোনো কাপড় ইত্যাদি দ্বারা ঢেকে নামাজ পড়া মাকরূহ তাহরিমী। তবে কোনো ওজর বা অসুস্থতার কারণে নামাজের মধ্যে মুখ ঢাকা বা মাস্ক পরা মাকরূহ নয়।
[৪] অতএব বর্তমান পরিস্থিতিতে করোনোভাইরাস সংক্রমণ রোধে স্বাস্থ্য সুরক্ষার প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে সতর্কতাবশত মাস্ক পরে নামাজ পড়লে মাকরুহ বা ইসলামি শরীয়াতে কোনও আপত্তি ছাড়াই আদায় হয়ে যাবে। সূত্র: দারুল ইফতা, জামিআতুল উলূমিল ইসলামিয়া বিন্নুরী টাউন, করাচী, পাকিস্তান