শিরোনাম
◈ তোমার মাথার দাম ১০ কোটি, ফোন করে বলেছিল আমাকে : সালাউদ্দিন আম্মার ◈ এবার ভেনেজুয়েলায় অভিযান চালাতে সিআইএকে অনুমোদন ট্রাম্পের ◈ ইরানের নতুন ড্রোন 'আরশ-২' ইসরাইল-আমেরিকার যেকোনো ঘাঁটি ধ্বংসের সক্ষমতা! ◈ ‌দে‌শের রাজনী‌তি চল‌ছে কোন প‌থে,  নিরপেক্ষতার প্রশ্নে বিএনপি, জামায়াত ও এনসিপি কি সরকারের মুখােমুখি? ◈ ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়রের বিরুদ্ধে মামলা, হতে পারে জেল ◈ ব্রা‌জিল নভেম্বরে সেনেগাল ও তিউনিশিয়ার বিরু‌দ্ধে প্রীতি ম্যাচ খেলবে ◈ আগামী বছরের টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের ২০ দল চূড়ান্ত, শেষ জায়গা দখল করলো কারা?  ◈ বাংলাদেশের পোশাক রপ্তানি একাই ছাড়িয়ে চলেছে ভারত, পাকিস্তান, ভিয়েতনাম, কম্বোডিয়া ও মরক্কোর মোট রপ্তানি ◈ ইসি’র পরিকল্পনা: বড় জেলায় একাধিক রিটার্নিং কর্মকর্তা, দায়িত্ব জেলা প্রশাসকের হাতে ◈ জুলাই সনদ বাংলাদেশের জন্য একটা বিরাট মাইলফলক: খালেদা জিয়া

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২০, ০৮:৫০ সকাল
আপডেট : ২৬ মার্চ, ২০২০, ০৮:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১৯৭১ এর এইদিন ছিলো ঘর থেকে বের হওয়ার শপথ, আর ২০২০ ঘরে থাকার শপথ

আক্তারুজ্জামান : [২] কথাটি লিখেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আজ দুপুরে নিজের ফেসবুকে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে লেখা পোস্টে সবাইকে ঘরে থাকার শপথ নিতে বলেন ম্যাশ।

[৩] ঘরে থাকাটাই যেনো বড় চ্যালেঞ্জ। বর্তমান সময়টা ধীরে ধীরে সঙ্কটময় হয়ে উঠছে। বৈশ্বিক মহামারীতে মানুষ একেবারে পর্যুদস্ত। মাহমারী করোনাভাইরাস ইতোমধ্যে হানা দিয়েছে বাংলাদেশেও। ৩৯ জন শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ৫জন। অনেক ভয়াবহতার আশঙ্কাও করেছেন অনেকে। এই অবস্থায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সাবেক ক্রিকেট দলের সেনাপতি।

[৪] এই প্রথম দেশের কোথাও স্বাধীনতা দিবস পালিত হলো না। করোনাভাইরাসের কারণে দেশের সমস্ত স্কুল-কলেজ-অফিস-কারখানা সবই বন্ধ করতে হয়েছে। পুরো দেশের মানুষকে যার যার ঘরে অবস্থান করতে বলা হয়েছে। সেই কথাটা মাশরাফি আবারও স্মরণ করিয়ে দিয়েছেন।

[৫] নিজের ফেসবুকে মাশরাফি লেখেন, ২৬ শে মার্চ, ১৯৭১: শপথ ছিল ঘর থেকে বের হবার। ২৬ শে মার্চ, ২০২০: এবারের শপথ ঘরে থাকার। ঘরে থাকুন, সুস্থ থাকুন। সংক্রমণ প্রতিরোধে সহায়তা করুন।

[৬] তিনি আরও লেখেন, খেলার স্বাধীনতা যদি আবার ফিরে পেতে চাই, এখন তাহলে উত্তম কিন্তু ঘরে থাকাটাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়