আক্তারুজ্জামান : [২] কথাটি লিখেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আজ দুপুরে নিজের ফেসবুকে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে লেখা পোস্টে সবাইকে ঘরে থাকার শপথ নিতে বলেন ম্যাশ।
[৩] ঘরে থাকাটাই যেনো বড় চ্যালেঞ্জ। বর্তমান সময়টা ধীরে ধীরে সঙ্কটময় হয়ে উঠছে। বৈশ্বিক মহামারীতে মানুষ একেবারে পর্যুদস্ত। মাহমারী করোনাভাইরাস ইতোমধ্যে হানা দিয়েছে বাংলাদেশেও। ৩৯ জন শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ৫জন। অনেক ভয়াবহতার আশঙ্কাও করেছেন অনেকে। এই অবস্থায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সাবেক ক্রিকেট দলের সেনাপতি।
[৪] এই প্রথম দেশের কোথাও স্বাধীনতা দিবস পালিত হলো না। করোনাভাইরাসের কারণে দেশের সমস্ত স্কুল-কলেজ-অফিস-কারখানা সবই বন্ধ করতে হয়েছে। পুরো দেশের মানুষকে যার যার ঘরে অবস্থান করতে বলা হয়েছে। সেই কথাটা মাশরাফি আবারও স্মরণ করিয়ে দিয়েছেন।
[৫] নিজের ফেসবুকে মাশরাফি লেখেন, ২৬ শে মার্চ, ১৯৭১: শপথ ছিল ঘর থেকে বের হবার। ২৬ শে মার্চ, ২০২০: এবারের শপথ ঘরে থাকার। ঘরে থাকুন, সুস্থ থাকুন। সংক্রমণ প্রতিরোধে সহায়তা করুন।
[৬] তিনি আরও লেখেন, খেলার স্বাধীনতা যদি আবার ফিরে পেতে চাই, এখন তাহলে উত্তম কিন্তু ঘরে থাকাটাই।